আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “নির্বাচন হলেই বোঝা যাবে কারা দুই-তিনটি আসন পাবে, আর কারা জামানত হারিয়ে দেশ ছেড়ে পালাবে।”
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আয়োজিত এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে শামসুজ্জামান বলেন, “পাগলেও জানে কারা আগামী দিনে ক্ষমতায় আসবে। কিন্তু কিছু তথাকথিত বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহল মনে করছে, তারা আবারও ক্ষমতায় আসবে। নির্বাচন ছাড়া তা বোঝা যাবে না।"
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ‘সংস্কারের নামে’ নির্বাচন ঠেকানোর কৌশল নিচ্ছে।
‘১৫ আগস্ট’ প্রসঙ্গে তিনি বলেন, “১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হাতে গড়া।” তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের ‘আত্মহনন’ ঘটেছে শেখ হাসিনার নেতৃত্বেই, এবং ‘দলটির আগামী ১০০ বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জয়নুল আবেদীন ফারুকের ওপর ২০১১ সালের পুলিশি হামলা উল্লেখ করে শামসুজ্জামান বলেন, “সেদিনই শেখ হাসিনার পতনের সূচনা হয়েছিল।”
তিনি তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের আভাস দিয়ে বলেন, “যেকোনো সময় তারেক রহমান দেশে ফিরবেন। লন্ডনে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচন নিয়ে মানুষের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি ২০১১ সালের হামলাকে সংসদের ওপর হামলা হিসেবে বর্ণনা করে তৎকালীন ডিএমপি কর্মকর্তাদের বিচার দাবি করেন।
তিনি বলেন, “সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে শেখ মুজিব বিচারবহির্ভূত হত্যার ভিত্তি স্থাপন করেন।”
সভায় সভাপতিত্ব করেন নবীন দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “নির্বাচন হলেই বোঝা যাবে কারা দুই-তিনটি আসন পাবে, আর কারা জামানত হারিয়ে দেশ ছেড়ে পালাবে।”
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আয়োজিত এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে শামসুজ্জামান বলেন, “পাগলেও জানে কারা আগামী দিনে ক্ষমতায় আসবে। কিন্তু কিছু তথাকথিত বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহল মনে করছে, তারা আবারও ক্ষমতায় আসবে। নির্বাচন ছাড়া তা বোঝা যাবে না।"
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ‘সংস্কারের নামে’ নির্বাচন ঠেকানোর কৌশল নিচ্ছে।
‘১৫ আগস্ট’ প্রসঙ্গে তিনি বলেন, “১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হাতে গড়া।” তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের ‘আত্মহনন’ ঘটেছে শেখ হাসিনার নেতৃত্বেই, এবং ‘দলটির আগামী ১০০ বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জয়নুল আবেদীন ফারুকের ওপর ২০১১ সালের পুলিশি হামলা উল্লেখ করে শামসুজ্জামান বলেন, “সেদিনই শেখ হাসিনার পতনের সূচনা হয়েছিল।”
তিনি তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের আভাস দিয়ে বলেন, “যেকোনো সময় তারেক রহমান দেশে ফিরবেন। লন্ডনে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচন নিয়ে মানুষের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি ২০১১ সালের হামলাকে সংসদের ওপর হামলা হিসেবে বর্ণনা করে তৎকালীন ডিএমপি কর্মকর্তাদের বিচার দাবি করেন।
তিনি বলেন, “সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে শেখ মুজিব বিচারবহির্ভূত হত্যার ভিত্তি স্থাপন করেন।”
সভায় সভাপতিত্ব করেন নবীন দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।