জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, দলটি বর্তমানে মুজিববাদের নতুন “পাহারাদার” হিসেবে আবির্ভূত হয়েছে। সেই পাহারাদারদের প্রতিহত করতে সংগ্রামের ডাকও দেন তিনি।
সোমবার এনসিপির ‘জুলাই যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “আমরা যখন পদযাত্রা করে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তখন আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের জবাব আমরা দেব জনসমর্থন দিয়ে।”
নাহিদ ইসলামের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেভাবে শেখ হাসিনার সরকার এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই একই সিস্টেম—দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র, সেনাবাহিনী, স্টাবলিশমেন্ট ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো এনসিপির ওপর আঘাত হানছে।
তিনি বলেন, “ডিজিএফআই থেকে শুরু করে দেশের স্টাবলিশমেন্ট শক্তিগুলো অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভাজন তৈরি করছে, যাতে আন্দোলনের শক্তি দুর্বল হয়।”
বাইরের শক্তিকে বাংলাদেশের প্রধান শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, “শত্রু দেশের ভেতরে নয়, বাইরে। সেই শত্রুর বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার দেশের ভেতরে বিভাজন সৃষ্টি করে আমাদের দুর্বল রাখার চেষ্টা চলছে।”
সোমবার, ১৪ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, দলটি বর্তমানে মুজিববাদের নতুন “পাহারাদার” হিসেবে আবির্ভূত হয়েছে। সেই পাহারাদারদের প্রতিহত করতে সংগ্রামের ডাকও দেন তিনি।
সোমবার এনসিপির ‘জুলাই যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “আমরা যখন পদযাত্রা করে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তখন আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের জবাব আমরা দেব জনসমর্থন দিয়ে।”
নাহিদ ইসলামের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেভাবে শেখ হাসিনার সরকার এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই একই সিস্টেম—দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র, সেনাবাহিনী, স্টাবলিশমেন্ট ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো এনসিপির ওপর আঘাত হানছে।
তিনি বলেন, “ডিজিএফআই থেকে শুরু করে দেশের স্টাবলিশমেন্ট শক্তিগুলো অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভাজন তৈরি করছে, যাতে আন্দোলনের শক্তি দুর্বল হয়।”
বাইরের শক্তিকে বাংলাদেশের প্রধান শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, “শত্রু দেশের ভেতরে নয়, বাইরে। সেই শত্রুর বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার দেশের ভেতরে বিভাজন সৃষ্টি করে আমাদের দুর্বল রাখার চেষ্টা চলছে।”