alt

রাজনীতি

বিএনপির বিক্ষোভে ব্যবসায়ী হত্যা তদন্তের দাবি ও ষড়যন্ত্রের প্রতিবাদ

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ১৪ জুলাই ২০২৫

ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে সমালোচনার মুখে থাকা বিএনপি ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে। সেই মিছিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হওয়ার বিষয়টি ঠিক হওয়ার পর ‘ষড়যন্ত্রকারীদের মাথা বিগড়ে গেছে’।

বিএনপি ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ভয়ংকর ষড়যন্ত্র’ চলছে বলেও দাবি করেন তিনি।

সোমবার বিকালে ঢাকায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, “যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে, তারা গণতন্ত্রের শত্রু, যারা দেশের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে।”

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না বলে জানিয়ে ফখরুল বলেন, “আমি ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদের, যারা তারেক রহমান সম্পর্কে অম্লীল-অশ্রাব্য কথা বলেছেন।”

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় বুধবার প্রকাশ্যে লালচাঁদ ওরফে মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় বিএনপি সমালোচনার মুখে পড়ে। সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনায় বিএনপিকে জড়িয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল সারা দেশে বিক্ষোভ করে।

ব্যবসায়ী হত্যা ঘটনায় বিএনপি তার তিন সহযোগী ও অঙ্গ সংগঠনের পাঁচজন নেতাকে বহিষ্কার করেছে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে মূল খুনিকে গ্রেপ্তার না করার অভিযোগও তুলেছে।

সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, “আমরা পরিষ্কার করে বলেছি, এই খুনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে, যারা দায়ী তাদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা যারা করছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য করছে।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি বিজয়নগর হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

‘ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না’

বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে সেই ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল।

তিনি বলেন, “তারা চেষ্টা করছে আমাদের উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই।”

বিএনপির লক্ষ্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন বলে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।”

তিনি বলেন, “নির্বাচন ঠিক হওয়ার পরের থেকে ওদের মাথা বিগড়ে গেছে। যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিত করে ফেলেছেন যে, এবার নির্বাচন হবে তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে।”

বিএনপি ভোটের অধিকার ফিরিয়ে দিতে ও জনগণের জন্য কাজ করতে চায় জানিয়ে তিনি বলেন, “আমরা জনগণের খাওয়া-পরার ব্যবস্থা করতে চাই, চাকুরির সংস্থান করতে চাই, নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।”

‘ওদের চক্রান্ত ভয়াবহ’

ফখরুল বলেন, “ওদের পরিকল্পনাটা ভয়াবহ যে, বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে গণতন্ত্র তিরোহিত হবে।”

তিনি বলেন, “আমরা পরিষ্কার করে বলতে চাই, কোনোদিন যেন ফ্যাসিজম এ দেশে চালু হতে না পারে তার ব্যবস্থা আমরা করব। আপনাদের কাছে অনুরোধ, ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

‘ষড়যন্ত্র করে লাভ হবে না’

বিএনপি জনপ্রিয় দল এবং জনগণ এ দলকে ভালোবাসে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “এই দলকে সহজে জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত ষড়যন্ত্রই করেন।”

চরমোনাই পীরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “এক লোক, এক লোকের দল… আমি নাম বলতে চাই না। ওই লোকটি এবং তার দল যারা বলছে, স্লোগান দিচ্ছে- আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে। আরে বেটা এত সহজ নাকি এটা… এতই সহজ। আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা।”

তিনি বলেন, “এই লোকটি এবং তার দল-বল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে ঠিক সহ্য করতেন। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলা চলার সময় চরমোনাইয়ের পীর সাহেব কি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছে।”

জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আরেকটা দল আছে যারা শুধু সুকৌশলে চাঁদা নেয়, হাদিয়া নেয়, লম্বা লম্বা কথা বলে। কোন গ্রুপ থেকে টাকা খান আমরা জানি। সব কিছুর হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ে জোর নাই। এরশাদের সময়ে এরশাদের কাঁধে, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের কাঁধে, বিএনপির সময়ে বিএনপির কাঁধে ভর করেন। এখন বিএনপি তাদের একমাত্র মাথাব্যথা। বিএনপিকে শেষ করে দিলে তারা রাজত্ব করতে পারবে। তারা তারেক রহমানকে সহ্য করতে পারছে না। কোনো লাভ হবে না, তারেক রহমান তার নেতৃত্বে দেশকে এগিয়ে নেবে।”

জাতীয় নাগরিক পার্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আরেকটা আছে… বাংলাদেশ চিলড্রেন্স পার্টি। এরা এখন তারেক রহমান, জিয়াউর রহমান সম্পর্কে কথা বলে। আরে ভাই তোমাদের দাদাও তো জিয়াউর রহমানকে চিনে। এখন এই সমস্ত লোকের কথা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকও বক্তব্য দেন।

মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বেলা ২টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের কয়েক হাজার নেতা-কর্মী সমবেত হয়ে মিছিল শুরু করেন। মিছিলে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

‘রাজাকার আর স্বৈরাচার মিলে মিশে একাকার’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘তুমি কে আমি কে বাংলাদেশি, বাংলাদেশি’, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’, ‘এই লড়াই মুক্তির, এই লড়াইয়ে জিততে হবে’, ‘বাংলাদেশ, গণতন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’—এমন নানা স্লোগান দিতে দিতে মিছিল বিজয়নগর, জাতীয় প্রেসক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

ছবি

দুদকের আবেদনে লতিফ বিশ্বাস ও পরিবারের বিদেশযাত্রা স্থগিত

ছবি

‘সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ আসবে না’ — বরগুনায় এনসিপির পথসভায় আহ্বায়ক

ছবি

বিএনপির বিক্ষোভে ব্যবসায়ী হত্যা তদন্তের দাবি ও ষড়যন্ত্রের প্রতিবাদ

ছবি

জাতীয় পার্টির বিভক্তির জন্য ক্ষমতাসীনদের দায় দেখছেন কিছু নেতা

ছবি

‘গুপ্ত সংগঠনের মব’ এর বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছবি

বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে: নাহিদ

ছবি

‘তুমি টানতেছ কেন?’—পুলিশকে ধমক সাবেক মন্ত্রী কামরুলের

ছবি

সোহাগ হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না বিএনপিপন্থী আইনজীবীরা

ছবি

জয়-পুতুলের দান-অনুদান সংক্রান্ত নথি চেয়ে এনবিআরকে দুদকের চিঠি

ছবি

সোহাগ হত্যাকে ‘রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ ফখরুলের

ছবি

হাতিরঝিলে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জশিট

ছবি

জরুরি অবস্থার অপব্যবহার ঠেকাতে সুনির্দিষ্ট আইন চায় এনসিপি

অপপ্রচারের জবাব দিতে তরুণদের সাইবার যুদ্ধে নামতে হবে’

ছবি

ইসি পুনর্গঠন ও শাপলা প্রতীকের পক্ষে অবস্থান নিলো এনসিপি

ছবি

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর বিএনপি কর্মীদের হামলা চেষ্টা, গাড়ি ভাঙচুর

ছবি

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ছবি

‘৯ লাখের শেয়ার লেনদেন, দিয়েছেন ২৫ হাজার’ — খাগড়াছড়িতে এনসিপি নেত্রীকে অভিযুক্ত করলেন সহকর্মী

ছবি

‘গণতান্ত্রিক অধিকারের যুদ্ধ এখনো শেষ হয়নি’ — সজাগ থাকার আহ্বান তারেকের

ছবি

‘অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে কি না?’ – প্রশ্ন তারেক রহমানের

ছবি

সহিংসতা বন্ধ না করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করবে বিএনপি’ — হুঁশিয়ারি যুবশক্তির

ছবি

পরিকল্পিত প্রশাসনিক নিষ্ক্রিয়তায় দেশে অরাজকতা, নির্বাচন বিলম্বের সুযোগ তৈরি করছে : যুবদল সভাপতি

ছবি

সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির কড়া প্রতিক্রিয়া, জড়িতদের শাস্তির দাবি

ছবি

‘নৃশংসতার রাজনীতি চলতে পারে না’ — সোহাগ হত্যার প্রতিবাদে দুই দলের বিবৃতি

ছবি

জাতিসংঘ কার্যালয়কে ‘সার্বভৌমত্বের হুমকি’ আখ্যা দিয়ে তিন দাবি হেফাজতে ইসলামের

ছবি

সোহরাওয়ার্দীর সমাবেশকে ‘টার্নিং পয়েন্ট’ বললেন জামায়াত সেক্রেটারি জেনারেল

ছবি

“পাগলও বোঝে কারা ক্ষমতায় যাবে,” প্রতিবাদ সভায় দুদু

ছবি

তত্ত্বাবধায়ক, জরুরি অবস্থা ও বিচারপতি নিয়োগে আংশিক ঐকমত্য,আলোচনা চল‌বে : আলী রীয়াজ

ছবি

বিএনপি চায় না ‘জুলাই ঘোষণাপত্র’ সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত হোক: সালাহউদ্দিন আহমদ

ছবি

তরুণ ভোটার, সীমানা, পোস্টাল ব্যালট ও আইন সংশোধনে নানা প্রস্তাব ইসির

ছবি

“বিএনপি কি পাঁচ নম্বর দল?” ক্ষুব্ধ হয়ে চলে যাচ্ছিলেন সালাহউদ্দিন, অনুরোধে ফিরে আসেন

অনলাইন নিবন্ধনে প্রবাসীদের ভোট, সংসদ ও স্থানীয় নির্বাচনে আর ইভিএম নয়

ছবি

ছাত্রদলের অভিযোগ অস্বীকার, সুষ্ঠু তদন্তের আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের

ছবি

শেখ হাসিনার গুলির নির্দেশের অডিও নিয়ে বিবিসির প্রতিবেদনকে একপেশে বললেন জয়

ছবি

বড়লেখায় জামায়াত নেতার ‘পাকিস্তান খ্যাত’ বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল, আইনগত ব্যবস্থার দাবি

ছবি

আইনশৃঙ্খলা থেকে পর্যবেক্ষক পর্যন্ত দায়িত্বে চার নির্বাচন কমিশনার

ছবি

তত্ত্বাবধায়ক সরকারে রাজনৈতিক প্রতিনিধিদের ভূমিকা চায় গণসংহতি আন্দোলন

tab

রাজনীতি

বিএনপির বিক্ষোভে ব্যবসায়ী হত্যা তদন্তের দাবি ও ষড়যন্ত্রের প্রতিবাদ

সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ১৪ জুলাই ২০২৫

ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে সমালোচনার মুখে থাকা বিএনপি ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে। সেই মিছিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হওয়ার বিষয়টি ঠিক হওয়ার পর ‘ষড়যন্ত্রকারীদের মাথা বিগড়ে গেছে’।

বিএনপি ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ভয়ংকর ষড়যন্ত্র’ চলছে বলেও দাবি করেন তিনি।

সোমবার বিকালে ঢাকায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, “যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে, তারা গণতন্ত্রের শত্রু, যারা দেশের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে।”

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না বলে জানিয়ে ফখরুল বলেন, “আমি ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদের, যারা তারেক রহমান সম্পর্কে অম্লীল-অশ্রাব্য কথা বলেছেন।”

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় বুধবার প্রকাশ্যে লালচাঁদ ওরফে মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় বিএনপি সমালোচনার মুখে পড়ে। সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনায় বিএনপিকে জড়িয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল সারা দেশে বিক্ষোভ করে।

ব্যবসায়ী হত্যা ঘটনায় বিএনপি তার তিন সহযোগী ও অঙ্গ সংগঠনের পাঁচজন নেতাকে বহিষ্কার করেছে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে মূল খুনিকে গ্রেপ্তার না করার অভিযোগও তুলেছে।

সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, “আমরা পরিষ্কার করে বলেছি, এই খুনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে, যারা দায়ী তাদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা যারা করছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য করছে।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি বিজয়নগর হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

‘ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না’

বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে সেই ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল।

তিনি বলেন, “তারা চেষ্টা করছে আমাদের উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই।”

বিএনপির লক্ষ্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন বলে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।”

তিনি বলেন, “নির্বাচন ঠিক হওয়ার পরের থেকে ওদের মাথা বিগড়ে গেছে। যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিত করে ফেলেছেন যে, এবার নির্বাচন হবে তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে।”

বিএনপি ভোটের অধিকার ফিরিয়ে দিতে ও জনগণের জন্য কাজ করতে চায় জানিয়ে তিনি বলেন, “আমরা জনগণের খাওয়া-পরার ব্যবস্থা করতে চাই, চাকুরির সংস্থান করতে চাই, নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।”

‘ওদের চক্রান্ত ভয়াবহ’

ফখরুল বলেন, “ওদের পরিকল্পনাটা ভয়াবহ যে, বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে গণতন্ত্র তিরোহিত হবে।”

তিনি বলেন, “আমরা পরিষ্কার করে বলতে চাই, কোনোদিন যেন ফ্যাসিজম এ দেশে চালু হতে না পারে তার ব্যবস্থা আমরা করব। আপনাদের কাছে অনুরোধ, ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

‘ষড়যন্ত্র করে লাভ হবে না’

বিএনপি জনপ্রিয় দল এবং জনগণ এ দলকে ভালোবাসে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “এই দলকে সহজে জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত ষড়যন্ত্রই করেন।”

চরমোনাই পীরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “এক লোক, এক লোকের দল… আমি নাম বলতে চাই না। ওই লোকটি এবং তার দল যারা বলছে, স্লোগান দিচ্ছে- আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে। আরে বেটা এত সহজ নাকি এটা… এতই সহজ। আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা।”

তিনি বলেন, “এই লোকটি এবং তার দল-বল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে ঠিক সহ্য করতেন। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলা চলার সময় চরমোনাইয়ের পীর সাহেব কি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছে।”

জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আরেকটা দল আছে যারা শুধু সুকৌশলে চাঁদা নেয়, হাদিয়া নেয়, লম্বা লম্বা কথা বলে। কোন গ্রুপ থেকে টাকা খান আমরা জানি। সব কিছুর হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ে জোর নাই। এরশাদের সময়ে এরশাদের কাঁধে, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের কাঁধে, বিএনপির সময়ে বিএনপির কাঁধে ভর করেন। এখন বিএনপি তাদের একমাত্র মাথাব্যথা। বিএনপিকে শেষ করে দিলে তারা রাজত্ব করতে পারবে। তারা তারেক রহমানকে সহ্য করতে পারছে না। কোনো লাভ হবে না, তারেক রহমান তার নেতৃত্বে দেশকে এগিয়ে নেবে।”

জাতীয় নাগরিক পার্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আরেকটা আছে… বাংলাদেশ চিলড্রেন্স পার্টি। এরা এখন তারেক রহমান, জিয়াউর রহমান সম্পর্কে কথা বলে। আরে ভাই তোমাদের দাদাও তো জিয়াউর রহমানকে চিনে। এখন এই সমস্ত লোকের কথা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকও বক্তব্য দেন।

মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বেলা ২টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের কয়েক হাজার নেতা-কর্মী সমবেত হয়ে মিছিল শুরু করেন। মিছিলে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

‘রাজাকার আর স্বৈরাচার মিলে মিশে একাকার’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘তুমি কে আমি কে বাংলাদেশি, বাংলাদেশি’, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’, ‘এই লড়াই মুক্তির, এই লড়াইয়ে জিততে হবে’, ‘বাংলাদেশ, গণতন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’—এমন নানা স্লোগান দিতে দিতে মিছিল বিজয়নগর, জাতীয় প্রেসক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

back to top