গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া বিএনপির আর কোনো উদ্দেশ্য নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি স্থানীয় নির্বাচন বা ব্যক্তিস্বার্থ নিয়ে রাজনীতি করে না, বরং জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে।
শুক্রবার রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, “এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। যারা গোপনে-দৃশ্যমানভাবে ষড়যন্ত্র করছে, তারা চায় না দেশে গণতন্ত্র ফিরুক। তারা চায় না তারেক রহমান দেশে ফিরুক।”
সম্প্রতি গোপালগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিকে ঘিরে সহিংসতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রচারিত বিভ্রান্তিকর বার্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, “মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে বিভ্রান্তিকর বার্তা প্রচার হচ্ছে। এসব কিছুই পরিকল্পিত ষড়যন্ত্র। সরকার এই ষড়যন্ত্রে সহায়তা করছে।”
জাহিদ হোসেন আরও বলেন, “মিটফোর্ড থেকে গোপালগঞ্জ—যেখানেই সহিংসতা হয়েছে, তার পেছনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা রয়েছে। দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে একাত্তরের মতো গভীর ষড়যন্ত্র চলছে।”
তিনি বলেন, “বিএনপি জাতীয় ঐক্যে বিশ্বাসী। এই দেশ সকল মানুষের। আমরা জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাকে টার্গেট করে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।”
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া বিএনপির আর কোনো উদ্দেশ্য নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি স্থানীয় নির্বাচন বা ব্যক্তিস্বার্থ নিয়ে রাজনীতি করে না, বরং জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে।
শুক্রবার রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, “এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। যারা গোপনে-দৃশ্যমানভাবে ষড়যন্ত্র করছে, তারা চায় না দেশে গণতন্ত্র ফিরুক। তারা চায় না তারেক রহমান দেশে ফিরুক।”
সম্প্রতি গোপালগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিকে ঘিরে সহিংসতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রচারিত বিভ্রান্তিকর বার্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, “মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে বিভ্রান্তিকর বার্তা প্রচার হচ্ছে। এসব কিছুই পরিকল্পিত ষড়যন্ত্র। সরকার এই ষড়যন্ত্রে সহায়তা করছে।”
জাহিদ হোসেন আরও বলেন, “মিটফোর্ড থেকে গোপালগঞ্জ—যেখানেই সহিংসতা হয়েছে, তার পেছনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা রয়েছে। দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে একাত্তরের মতো গভীর ষড়যন্ত্র চলছে।”
তিনি বলেন, “বিএনপি জাতীয় ঐক্যে বিশ্বাসী। এই দেশ সকল মানুষের। আমরা জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাকে টার্গেট করে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।”