‘ফ্যাসিবাদ ও মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হামলা-মামলা দিয়ে এনসিপিকে রোখা যাবে না। “গোপালগঞ্জে হামলা হয়েছে, তবে আরও দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ-মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।”
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সুপার মার্কেটে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। দেশের পুনর্গঠনের পথে সামনে আরও বড় লড়াই আসছে উল্লেখ করে তিনি বলেন, “সামনের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।”
বক্তৃতায় মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করারও অঙ্গীকার করেন।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে।” দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, “হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।”
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “নেতানির্ভর নয়, নীতিনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও জানান, ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে।
পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ও আশপাশের মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। পথসভার আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের হয়ে সুপার মার্কেটের শহীদ চত্বরে এসে যোগ দেয়।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হামলা-মামলা দিয়ে এনসিপিকে রোখা যাবে না। “গোপালগঞ্জে হামলা হয়েছে, তবে আরও দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ-মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।”
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সুপার মার্কেটে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। দেশের পুনর্গঠনের পথে সামনে আরও বড় লড়াই আসছে উল্লেখ করে তিনি বলেন, “সামনের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।”
বক্তৃতায় মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করারও অঙ্গীকার করেন।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে।” দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, “হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।”
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “নেতানির্ভর নয়, নীতিনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও জানান, ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে।
পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ও আশপাশের মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। পথসভার আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের হয়ে সুপার মার্কেটের শহীদ চত্বরে এসে যোগ দেয়।