আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সীমান্ত দিয়ে পালাতে সহায়তা করেছেন—এমন মন্তব্য করার পর যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেত থানার তালেরটেক দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভূঁইয়া।
আটক ইস্কান্দার আলী ওরফে জনি (৪২) যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার বাসিন্দা এবং মৃত শেখ সিরাজুল ইসলামের ছেলে। তিনি যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, ইস্কান্দার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি ঢাকার খিলক্ষেতের একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্কান্দার আলী একটি বক্তব্যে দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছেন এবং তিনি (ইস্কান্দার) নাকি এই পালিয়ে যাওয়ায় সহায়তা করেছেন। এ বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার পর ডিবি পুলিশ তাঁকে আটক করে।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে আটকের কারণ ও তার বিরুদ্ধে নেওয়া পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সীমান্ত দিয়ে পালাতে সহায়তা করেছেন—এমন মন্তব্য করার পর যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেত থানার তালেরটেক দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভূঁইয়া।
আটক ইস্কান্দার আলী ওরফে জনি (৪২) যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার বাসিন্দা এবং মৃত শেখ সিরাজুল ইসলামের ছেলে। তিনি যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, ইস্কান্দার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি ঢাকার খিলক্ষেতের একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্কান্দার আলী একটি বক্তব্যে দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছেন এবং তিনি (ইস্কান্দার) নাকি এই পালিয়ে যাওয়ায় সহায়তা করেছেন। এ বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার পর ডিবি পুলিশ তাঁকে আটক করে।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে আটকের কারণ ও তার বিরুদ্ধে নেওয়া পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।