মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয়তাবাদী দল-বিএনপির ৪টি ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটিকে অবৈধ এবং আওয়ামী লীগের দালালদের কমিটি আখ্যা দিয়ে দলের একটি অংশ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
আজ শনিবার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ সভা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কের কিছু এলাকা প্রদক্ষিণ করে। এসময় ১০ মিনিট সড়কের দুটি লেনে যান চলাচল বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভা স্থলে অংশ গ্রহন করেন নেতা-কর্মীরা ।
গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা নবগঠিত ৪টি ইউনিয়ন বিএনপি কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কমিটি বাতিলের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন না করে সুবিধাবাদী ও আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠজনদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু,গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয়তাবাদী দল-বিএনপির ৪টি ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটিকে অবৈধ এবং আওয়ামী লীগের দালালদের কমিটি আখ্যা দিয়ে দলের একটি অংশ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
আজ শনিবার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ সভা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কের কিছু এলাকা প্রদক্ষিণ করে। এসময় ১০ মিনিট সড়কের দুটি লেনে যান চলাচল বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভা স্থলে অংশ গ্রহন করেন নেতা-কর্মীরা ।
গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা নবগঠিত ৪টি ইউনিয়ন বিএনপি কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কমিটি বাতিলের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন না করে সুবিধাবাদী ও আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠজনদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু,গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।