জাতীয় ঐকমত্য কমিশনের সোমবারের আলোচনায় প্রথমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ওয়াকআউট করে বিএনপি। পরে দলটি ফের আলোচনায় যোগ দেয়। তবে, মধ্যবর্তী একপর্যায়ে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আধা ঘণ্টার জন্য সংলাপ বন্ধ রাখতে হয়।
এদিন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনায় সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
সকাল সাড়ে ১১টার দিকে আলোচনার সূচনা করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আলোচনায় অংশ নেবেন না। এর পরপরই দলটির প্রতিনিধি দল আলোচনা কক্ষ ত্যাগ করে।
এ নিয়ে আলী রীয়াজ বলেন, “একটি রাজনৈতিক দল আলোচনায় অনুপস্থিত থাকলে পুরো আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।”
সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “বড় রাজনৈতিক দলের অনুপস্থিতিতে জাতীয় ঐকমত্য গঠন সম্ভব নয়।”
তবে সঞ্চালক মনির হায়দার স্মরণ করিয়ে দেন, “পূর্বে একাধিক দল মতপার্থক্য থাকলেও আলোচনা হয়েছে এবং ঐকমত্যে পৌঁছানো গেছে।”
দুপুর ১২টার দিকে বিএনপি আবার আলোচনায় যোগ দেয়। ফেরার সময় সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্দিষ্ট কিছু ইস্যুতে আমরা অংশ নেব না—সে অবস্থান আগেই জানিয়েছি। তবে আলোচনা চালিয়ে যাব।”
আলোচনায় বিরতি ফায়ার অ্যালার্মে
বেলা ১২টা ২০ মিনিটের দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সহসভাপতি আলী রীয়াজ জানান, সতর্কতার জন্য সবাইকে কক্ষ ত্যাগ করতে হবে। পরে দেখা যায়, মূল ভবনের তিন তলায় ধূমপানের ধোঁয়ার কারণে অ্যালার্মটি চালু হয়।
ফরেন সার্ভিস একাডেমির শাপলা হলের এক কর্মচারী বলেন, “ধোঁয়ার কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
সংলাপে অংশ নেওয়া সবাই নিরাপদে বাইরে চলে যান। ১২টা ২৫ মিনিটের দিকে অ্যালার্ম বন্ধ হয় এবং দুপুর ১২টা ৫৫ মিনিটে আলোচনা পুনরায় শুরু হয়।
সোমবার, ২৮ জুলাই ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সোমবারের আলোচনায় প্রথমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ওয়াকআউট করে বিএনপি। পরে দলটি ফের আলোচনায় যোগ দেয়। তবে, মধ্যবর্তী একপর্যায়ে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আধা ঘণ্টার জন্য সংলাপ বন্ধ রাখতে হয়।
এদিন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনায় সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
সকাল সাড়ে ১১টার দিকে আলোচনার সূচনা করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আলোচনায় অংশ নেবেন না। এর পরপরই দলটির প্রতিনিধি দল আলোচনা কক্ষ ত্যাগ করে।
এ নিয়ে আলী রীয়াজ বলেন, “একটি রাজনৈতিক দল আলোচনায় অনুপস্থিত থাকলে পুরো আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।”
সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “বড় রাজনৈতিক দলের অনুপস্থিতিতে জাতীয় ঐকমত্য গঠন সম্ভব নয়।”
তবে সঞ্চালক মনির হায়দার স্মরণ করিয়ে দেন, “পূর্বে একাধিক দল মতপার্থক্য থাকলেও আলোচনা হয়েছে এবং ঐকমত্যে পৌঁছানো গেছে।”
দুপুর ১২টার দিকে বিএনপি আবার আলোচনায় যোগ দেয়। ফেরার সময় সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্দিষ্ট কিছু ইস্যুতে আমরা অংশ নেব না—সে অবস্থান আগেই জানিয়েছি। তবে আলোচনা চালিয়ে যাব।”
আলোচনায় বিরতি ফায়ার অ্যালার্মে
বেলা ১২টা ২০ মিনিটের দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সহসভাপতি আলী রীয়াজ জানান, সতর্কতার জন্য সবাইকে কক্ষ ত্যাগ করতে হবে। পরে দেখা যায়, মূল ভবনের তিন তলায় ধূমপানের ধোঁয়ার কারণে অ্যালার্মটি চালু হয়।
ফরেন সার্ভিস একাডেমির শাপলা হলের এক কর্মচারী বলেন, “ধোঁয়ার কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
সংলাপে অংশ নেওয়া সবাই নিরাপদে বাইরে চলে যান। ১২টা ২৫ মিনিটের দিকে অ্যালার্ম বন্ধ হয় এবং দুপুর ১২টা ৫৫ মিনিটে আলোচনা পুনরায় শুরু হয়।