আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও ছাত্র-অধিকারকর্মী উমামা ফাতেমা। বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে উমামা জানান, যেসব শিক্ষার্থী ডাকসু নির্বাচনে অংশ নিতে আগ্রহী কিংবা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে কাজ করতে চান, তাদের নিয়ে তিনি একটি গবেষণাভিত্তিক ও দূরদর্শী প্যানেল গড়তে চান। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি পোস্টের কমেন্টে একটি অনলাইন ফরমও যুক্ত করেন, যা পূরণের মাধ্যমে আগ্রহীরা প্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবেন।
উমামা ফাতেমা বর্তমানে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী। তিনি প্রথম বর্ষে থাকাকালীন ‘বৈধ সিট আমার অধিকার’ নামের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন, যা হলে সিট পাওয়ার অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে।
রাজনৈতিকভাবে তিনি আগে ছাত্র ফেডারেশন-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ওই সংগঠন থেকে পদত্যাগ করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করলেও চলতি বছর তা থেকেও সরে আসেন।
ফেইসবুক পোস্টে উমামা লেখেন, “এই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ব্যতীত এখানকার সমস্যাগুলো সমাধান করা কঠিন। আর সে পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সংঘটিত ও বৈধ একটি বডি, যেটি কেবল ছাত্র সংসদ। আমি বিশ্বাস করি, ছাত্র সংসদে এমন নেতৃত্ব দরকার, যারা কোনো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত নয়, শিক্ষার্থীদের অধিকারে অটল থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে শুধুই নেতা বানানোর কারখানা বানাবে না।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব ফিরিয়ে আনুক, আধিপত্যবাদের কারণে ক্ষতিগ্রস্ত এ বিদ্যাপীঠ ফিরে পাক তার স্বরূপ—এই লক্ষ্যেই আমাদের স্বতন্ত্র প্যানেল কাজ করতে চায়।”
প্রসঙ্গত, ডাকসু নির্বাচন ২০২৫-এর তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও ছাত্র-অধিকারকর্মী উমামা ফাতেমা। বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে উমামা জানান, যেসব শিক্ষার্থী ডাকসু নির্বাচনে অংশ নিতে আগ্রহী কিংবা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে কাজ করতে চান, তাদের নিয়ে তিনি একটি গবেষণাভিত্তিক ও দূরদর্শী প্যানেল গড়তে চান। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি পোস্টের কমেন্টে একটি অনলাইন ফরমও যুক্ত করেন, যা পূরণের মাধ্যমে আগ্রহীরা প্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবেন।
উমামা ফাতেমা বর্তমানে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী। তিনি প্রথম বর্ষে থাকাকালীন ‘বৈধ সিট আমার অধিকার’ নামের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন, যা হলে সিট পাওয়ার অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে।
রাজনৈতিকভাবে তিনি আগে ছাত্র ফেডারেশন-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ওই সংগঠন থেকে পদত্যাগ করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করলেও চলতি বছর তা থেকেও সরে আসেন।
ফেইসবুক পোস্টে উমামা লেখেন, “এই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ব্যতীত এখানকার সমস্যাগুলো সমাধান করা কঠিন। আর সে পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সংঘটিত ও বৈধ একটি বডি, যেটি কেবল ছাত্র সংসদ। আমি বিশ্বাস করি, ছাত্র সংসদে এমন নেতৃত্ব দরকার, যারা কোনো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত নয়, শিক্ষার্থীদের অধিকারে অটল থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে শুধুই নেতা বানানোর কারখানা বানাবে না।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব ফিরিয়ে আনুক, আধিপত্যবাদের কারণে ক্ষতিগ্রস্ত এ বিদ্যাপীঠ ফিরে পাক তার স্বরূপ—এই লক্ষ্যেই আমাদের স্বতন্ত্র প্যানেল কাজ করতে চায়।”
প্রসঙ্গত, ডাকসু নির্বাচন ২০২৫-এর তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।