সংবিধান সংশোধন ও নির্বাচন পদ্ধতি সংস্কারে সময়ক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ফেব্রুয়ারির পর ভোটের তারিখ পেছালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ন হতে পারে।
বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনায় তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ চায় জাতীয় নির্বাচন হোক। নির্বাচন আর দেরি করা হলে ড. ইউনূসের জন্য ভালো হবে না।”
ফখরুল বলেন, “আমরা বলব—সংস্কার ও বিচারপ্রক্রিয়া শেষ করে দ্রুত নির্বাচন দিন। ফেব্রুয়ারির মধ্যভাগে যে সময়সীমা ধরা আছে, তার মধ্যেই নির্বাচন চাই। না হলে ড. ইউনূসের বিশ্বজুড়ে যেটুকু সম্মান আছে, তা ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হবে।”
তিনি অভিযোগ করেন, “এই সব বিতর্ক, এই সব সময়ক্ষেপণ উদ্দেশ্যমূলক। এ দেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। একসময় শেখ মুজিবুর রহমানও বাকশাল কায়েম করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা খুব সূক্ষ্ম তারের ওপর দিয়ে হাঁটছি। চারদিকে অনেক ঘটনা ঘটছে, যেগুলোর আলামত ভালো নয়। এক-এগারোর মতো কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না।”
‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। সভা সঞ্চালনা করেন ফোরামের মহাসচিব কায়সার কামাল। এতে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম, কামাল হোসেন ও মোহাম্মদ আলী।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
সংবিধান সংশোধন ও নির্বাচন পদ্ধতি সংস্কারে সময়ক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ফেব্রুয়ারির পর ভোটের তারিখ পেছালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ন হতে পারে।
বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনায় তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ চায় জাতীয় নির্বাচন হোক। নির্বাচন আর দেরি করা হলে ড. ইউনূসের জন্য ভালো হবে না।”
ফখরুল বলেন, “আমরা বলব—সংস্কার ও বিচারপ্রক্রিয়া শেষ করে দ্রুত নির্বাচন দিন। ফেব্রুয়ারির মধ্যভাগে যে সময়সীমা ধরা আছে, তার মধ্যেই নির্বাচন চাই। না হলে ড. ইউনূসের বিশ্বজুড়ে যেটুকু সম্মান আছে, তা ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হবে।”
তিনি অভিযোগ করেন, “এই সব বিতর্ক, এই সব সময়ক্ষেপণ উদ্দেশ্যমূলক। এ দেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। একসময় শেখ মুজিবুর রহমানও বাকশাল কায়েম করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা খুব সূক্ষ্ম তারের ওপর দিয়ে হাঁটছি। চারদিকে অনেক ঘটনা ঘটছে, যেগুলোর আলামত ভালো নয়। এক-এগারোর মতো কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না।”
‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। সভা সঞ্চালনা করেন ফোরামের মহাসচিব কায়সার কামাল। এতে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম, কামাল হোসেন ও মোহাম্মদ আলী।