নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনের পর প্রাথমিক যাচাইয়ে চিহ্নিত ত্রুটি সংশোধনের সময়সীমা শেষ হচ্ছে রোববার। এরই অংশ হিসেবে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে নিবন্ধনপ্রত্যাশী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ইসির প্রাথমিক পর্যবেক্ষণে এনসিপির আবেদনপত্রে ছয়টি বিষয়ে ঘাটতি বা ত্রুটি পাওয়া যায়। এর মধ্যে রয়েছে—সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা কার্যালয়ের ভাড়া চুক্তিপত্র, ২৫ উপজেলার সদস্য তালিকা, দলের তহবিলের উৎস ও পরিমাণ, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে স্বাক্ষরের দলিল এবং দলীয় গঠনতন্ত্র সংবিধানবিরোধী নয়—এমন প্রত্যয়ন। এছাড়া, প্রার্থী মনোনয়নে প্যানেল পদ্ধতি সংক্রান্ত বিধানের কথাও উল্লেখ করেছে ইসি।
রোববার অনুষ্ঠিত বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
এর আগে ইসি ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই-বাছাই করে জুলাইয়ের মাঝামাঝি সময় এসব ঘাটতি সংশোধনের নির্দেশ দিয়ে আবেদনকারীদের চিঠি দেয়। নিবন্ধন পেতে হলে দলগুলোকে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, দেশের অন্তত এক-তৃতীয়াংশ (২১টি) প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে এবং অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকায় প্রতিটিতে ২০০ ভোটারের সমর্থনসহ সদস্য তালিকা জমা দিতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের আবেদন করা শতাধিক দলের মধ্যে শেষপর্যন্ত মাত্র দুটি দল নিবন্ধন পায়। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০, যারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের যোগ্য।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনের পর প্রাথমিক যাচাইয়ে চিহ্নিত ত্রুটি সংশোধনের সময়সীমা শেষ হচ্ছে রোববার। এরই অংশ হিসেবে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে নিবন্ধনপ্রত্যাশী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ইসির প্রাথমিক পর্যবেক্ষণে এনসিপির আবেদনপত্রে ছয়টি বিষয়ে ঘাটতি বা ত্রুটি পাওয়া যায়। এর মধ্যে রয়েছে—সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা কার্যালয়ের ভাড়া চুক্তিপত্র, ২৫ উপজেলার সদস্য তালিকা, দলের তহবিলের উৎস ও পরিমাণ, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে স্বাক্ষরের দলিল এবং দলীয় গঠনতন্ত্র সংবিধানবিরোধী নয়—এমন প্রত্যয়ন। এছাড়া, প্রার্থী মনোনয়নে প্যানেল পদ্ধতি সংক্রান্ত বিধানের কথাও উল্লেখ করেছে ইসি।
রোববার অনুষ্ঠিত বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
এর আগে ইসি ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই-বাছাই করে জুলাইয়ের মাঝামাঝি সময় এসব ঘাটতি সংশোধনের নির্দেশ দিয়ে আবেদনকারীদের চিঠি দেয়। নিবন্ধন পেতে হলে দলগুলোকে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, দেশের অন্তত এক-তৃতীয়াংশ (২১টি) প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে এবং অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকায় প্রতিটিতে ২০০ ভোটারের সমর্থনসহ সদস্য তালিকা জমা দিতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের আবেদন করা শতাধিক দলের মধ্যে শেষপর্যন্ত মাত্র দুটি দল নিবন্ধন পায়। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০, যারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের যোগ্য।