ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে সেই নির্বাচনের জন্য। তার আগে সবাই অপেক্ষা করছে, তারেক রহমান দেশে ফিরে আসবেন। উনি আসবেন, নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।”
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “মেধা ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। জ্ঞান ও মেধার চর্চার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”
বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে মাঝেমধ্যে হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, বিভিন্নভাবে এখানে গোলযোগ সৃষ্টিরও চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা চলছে। আমাদের শপথ নিতে হবে, শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না। আমরা কারও কাছে মাথা নত করব না, নিজেদের দেশ নিজেরাই গড়ে তুলব।”
এর আগে বেলা আড়াইটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বেলা সোয়া তিনটার দিকে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ও আসাদুজ্জামান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিব উন নবী খান ও শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে সেই নির্বাচনের জন্য। তার আগে সবাই অপেক্ষা করছে, তারেক রহমান দেশে ফিরে আসবেন। উনি আসবেন, নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।”
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “মেধা ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। জ্ঞান ও মেধার চর্চার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”
বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে মাঝেমধ্যে হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, বিভিন্নভাবে এখানে গোলযোগ সৃষ্টিরও চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা চলছে। আমাদের শপথ নিতে হবে, শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না। আমরা কারও কাছে মাথা নত করব না, নিজেদের দেশ নিজেরাই গড়ে তুলব।”
এর আগে বেলা আড়াইটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বেলা সোয়া তিনটার দিকে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ও আসাদুজ্জামান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিব উন নবী খান ও শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।