সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

দ্বিতীয় অধ্যায় শুরু, লক্ষ্য সুন্দর নির্বাচন:প্রধান উপদেষ্টা

image

দ্বিতীয় অধ্যায় শুরু, লক্ষ্য সুন্দর নির্বাচন:প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

সুন্দরভাবে জাতীয় নির্বাচন আয়োজনকে প্রধান কাজ হিসেবে নির্ধারণ করে সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা জানান তিনি।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা তাঁর সূচনা বক্তব্যে বলেছেন— ৫ আগস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজ থেকে শুরু হলো দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের প্রধান কাজ হবে একটি সুন্দর জাতীয় নির্বাচন আয়োজন। পাশাপাশি বিচার ও সংস্কার কার্যক্রমও চলবে।”

এক বছরে ৭৮ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত

বৈঠকে সরকারের এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনায় দেখা গেছে, উপদেষ্টা পরিষদ মোট ৪১টি বৈঠকে ৩১৫টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে ২৪৭টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে, যা ৭৮.৪১ শতাংশ। সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে আরও ৬৮টি। এ সময়ে ৫৬টি অধ্যাদেশ প্রণীত হয়েছে এবং ১০টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ জানান, স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এমন রেকর্ড দেখা গেছে।

সংস্কার কমিশন ও নির্বাচনব্যবস্থা নিয়ে অগ্রগতি

বৈঠকে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ১১টি সংস্কার কমিশনের কাজ চলমান। এর মধ্যে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে আইন উপদেষ্টা ১২১টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন।

এর মধ্যে ১৬টি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ৮৫টি প্রক্রিয়াধীন, ১০টি আংশিক বাস্তবায়ন হচ্ছে এবং বাকি ১০টি সুপারিশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অন্যান্য সিদ্ধান্ত ও আলোচনা

* গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

* মাইলস্টোন কলেজের ট্র্যাজেডি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে— নিহত শিক্ষক মেহরিন চৌধুরীর নামে শিক্ষা মন্ত্রণালয় ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’ চালু করবে, যা শুধু শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে।

* জুলাই শহীদদের সম্মানী পাওয়ার ক্ষেত্রে স্বজনদের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় এক সপ্তাহের মধ্যে স্পষ্ট বিধি প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।

* যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় সফলতার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

* জুলাই মাসে ৩৬ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা পরিচালনার জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকেও শুভেচ্ছা জানানো হয়।

গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধান উপদেষ্টার সচিবালয়ে দ্বিতীয়বারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশগ্রহণ। এর আগে সচিবালয়ের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে এবং সাধারণত যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন ও তেজগাঁও কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের বৈঠকটি হয় সচিবালয়ের নতুন নির্মিত এক নম্বর ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে।

---

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ