আগামী বছরের ফেব্রুয়ারির রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
সানাউল্লাহ বলেন, “রোজার আগে ভোট করতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো চিঠি কমিশনে এসেছে। যদিও সভায় চিঠিটি নিয়ে আলোচনা হয়নি, আমরা খুব শিগগিরই তা করব।”
তিনি আরও বলেন, “কমিশনের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা আসবে ভোটের আনুমানিক ৬০ দিন আগে। আপনারা ধরেই নিতে পারেন, এই শিডিউল ঘোষণার কাজটা আমরা ডিসেম্বর মাসের প্রথমার্ধে করব।”
রোজা ১৮ ফেব্রুয়ারি শুরু হলে তার আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন সরকারকে শপথ নেওয়ার সময় দেওয়ার পরিকল্পনার কথাও জানান নির্বাচন কমিশনার।
---
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
আগামী বছরের ফেব্রুয়ারির রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
সানাউল্লাহ বলেন, “রোজার আগে ভোট করতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো চিঠি কমিশনে এসেছে। যদিও সভায় চিঠিটি নিয়ে আলোচনা হয়নি, আমরা খুব শিগগিরই তা করব।”
তিনি আরও বলেন, “কমিশনের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা আসবে ভোটের আনুমানিক ৬০ দিন আগে। আপনারা ধরেই নিতে পারেন, এই শিডিউল ঘোষণার কাজটা আমরা ডিসেম্বর মাসের প্রথমার্ধে করব।”
রোজা ১৮ ফেব্রুয়ারি শুরু হলে তার আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন সরকারকে শপথ নেওয়ার সময় দেওয়ার পরিকল্পনার কথাও জানান নির্বাচন কমিশনার।
---