সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

জামায়াত ভেবেছে, বাংলাদেশের মানুষের স্মরণশক্তি দুর্বল: হাফিজ উদ্দিন

image

জামায়াত ভেবেছে, বাংলাদেশের মানুষের স্মরণশক্তি দুর্বল: হাফিজ উদ্দিন

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষের স্মরণশক্তি দুর্বল ভাবার ভুল করছে জামায়াতে ইসলামি। তিনি বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ—দু’ক্ষেত্রেই বিরোধিতা করেছিল জামায়াত, অথচ আজ তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন ব্যাখ্যা হাজির করছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ।

জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় হাফিজ বলেন,

> “তাহের সাহেব বলেছেন, ১৯৪৭ সালের ‘আজাদি’কে উপেক্ষা করা হয়েছে। কিন্তু সত্যি হলো, সেই সময় জামায়াত পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, আবার একাত্তরেও স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিল। এখন তারা নতুন নতুন বাণী প্রচার করছে।”

তিনি অভিযোগ করেন, জামায়াত এখন ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, যা জাতির জন্য ‘হুমকিস্বরূপ’।

ভোট বানচালের আশঙ্কা, ভারতের দিকে ইঙ্গিত

আলোচনায় হাফিজ উদ্দিন আশঙ্কা প্রকাশ করেন, আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তার অভিযোগ,

> “ভারতে আশ্রয় নিয়ে মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার চেষ্টা করবেন, সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইবেন।”

তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,

> “আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের প্রতিহত করব—এটাই হোক আমাদের অঙ্গীকার।”

পুলিশ ও র‍্যাব সংস্কারে হতাশা

সরকার পতনের এক বছর পরও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

তিনি বলেন,

> “পুলিশ বাহিনী এখনো পেটুয়া বাহিনী থেকে বের হতে পারেনি। র‍্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করলেও তার কোনো অগ্রগতি নেই।”

তিনি প্রশ্ন তোলেন,

> “র‍্যাব যখন এত অভিযোগের কেন্দ্রবিন্দু, তখন কেনো এখনো নির্বাচনী দায়িত্বে রাখা হবে তাদের?”

‘তারা কৃতি, তবে রাজনীতিতে অনভিজ্ঞ’

বর্তমান অন্তর্বর্তী সরকারের বিষয়ে হাফিজ বলেন,

> “প্রফেসর ইউনূস ও তার সহকর্মীরা নিঃসন্দেহে কৃতি মানুষ। কিন্তু রাজনীতিতে অনভিজ্ঞ। তবুও তাদের মধ্যে নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেখতে পাচ্ছি।”

তিনি জানান, তারেক রহমানের সঙ্গে লন্ডনে আলোচনায় ইউনূস ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সংখ্যানুপাতিক ব্যবস্থার বিরোধিতা

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘সংখ্যানুপাতিক ভোট’ প্রক্রিয়ার বিরোধিতা করে হাফিজ বলেন,

> “মানুষ চায় একজনকে ভোট দিতে, তার সমস্যার সমাধান করার জন্য। প্রার্থী নয়, কেবল প্রতীকে ভোট দেওয়ার রাজনৈতিক পরিপক্বতা এখনো আসেনি।”

তিনি দাবি করেন, কিছু দল নির্বাচনে জিততে পারবে না জেনেই নির্বাচন বিলম্বিত করতে ‘পিআর পদ্ধতি’র কথা বলছে।

সভায় সভাপতিত্ব করেন অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের সভাপতি তালুকদার জহিরুল হক তুহিন। উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, বিএনপির রেজাবুদ্দৌলা চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোলাম মো. চৌধুরী আলালসহ আরও অনেকে।

---

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ