নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করা ২২টি নতুন রাজনৈতিক দলের মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ৮৪টি দল তথ্য ঘাটতি পূরণ করে আবেদন জমা দেয়, আর ৫৯টি দল কোনো জবাব দেয়নি।
প্রাথমিক বাছাইয়ে ৮৪টি দলের মধ্যে ২২টির কাগজপত্র সঠিক পাওয়া গেছে। এসব দলের মাঠপর্যায়ের পরিস্থিতি যাচাই করবে ইসি। বাকি ১২১টি দলকে নিবন্ধনের অযোগ্য বিবেচনা করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে তাদের আবেদন ফেরত দেওয়া হবে।
যে ২২ দল যাচাইয়ের আওতায় আসছে:
* Forward Party
* আমজনতার দল
* বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)
* বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)
* বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
* বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
* মৌলিক বাংলা
* বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
* জাতীয় জনতা পার্টি
* জনতার দল
* জনতা পার্টি বাংলাদেশ
* বাংলাদেশ আম জনগণ পাটি
* জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
* বাংলাদেশ জাতীয় লীগ
* ভাসানী জনশক্তি পাটি
* বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ
* বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) — সিপিবি (এম)
* জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ)
* জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পাটি
* বাংলাদেশ বেকার সমাজ (বাবেস)
* বাংলাদেশ সলুশন পাটি
* নতুন বাংলাদেশ পাটি
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করা ২২টি নতুন রাজনৈতিক দলের মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ৮৪টি দল তথ্য ঘাটতি পূরণ করে আবেদন জমা দেয়, আর ৫৯টি দল কোনো জবাব দেয়নি।
প্রাথমিক বাছাইয়ে ৮৪টি দলের মধ্যে ২২টির কাগজপত্র সঠিক পাওয়া গেছে। এসব দলের মাঠপর্যায়ের পরিস্থিতি যাচাই করবে ইসি। বাকি ১২১টি দলকে নিবন্ধনের অযোগ্য বিবেচনা করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে তাদের আবেদন ফেরত দেওয়া হবে।
যে ২২ দল যাচাইয়ের আওতায় আসছে:
* Forward Party
* আমজনতার দল
* বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)
* বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)
* বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
* বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
* মৌলিক বাংলা
* বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
* জাতীয় জনতা পার্টি
* জনতার দল
* জনতা পার্টি বাংলাদেশ
* বাংলাদেশ আম জনগণ পাটি
* জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
* বাংলাদেশ জাতীয় লীগ
* ভাসানী জনশক্তি পাটি
* বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ
* বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) — সিপিবি (এম)
* জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ)
* জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পাটি
* বাংলাদেশ বেকার সমাজ (বাবেস)
* বাংলাদেশ সলুশন পাটি
* নতুন বাংলাদেশ পাটি