নারায়ণগঞ্জে সদ্য অনুমোদিত মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর নিতাইগঞ্জ থেকে ‘নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নির্যাতিত যুবদলের নেতা-কর্মীর’ ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, তারা সংগঠনকে গোছাতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। এ কারণে নির্যাতনেরও শিকার হয়েছেন তারা। ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ও রাজনীতিতে নিষ্ক্রিয় নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে অভিযোগ তুলে তারা এই কমিটি বাতিলের দাবি জানান। কমিটি বাতিলের জন্য তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে কমিটি বাতিল ঘোষণা না করা হলে তৃণমূল যুবদলের ব্যানারে সাংগঠনিক প্রক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি রানা মুজিব, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, যুবদল নেতা জুয়েল প্রধান, জুয়েল রানা, আমির হোসেন, আলী নওশাদ তুষার, আল আমিন খান, মাহাবুব হাসান জুলহাসসহ শতাধিক নেতা-কর্মী।
গত ১৬ নভেম্বর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুকে আহবায়ক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে সাবেক যুগ্ম সম্পাদক সাগর প্রধান, সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ আহমেদকে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র।
বুধবার, ১৭ নভেম্বর ২০২১
নারায়ণগঞ্জে সদ্য অনুমোদিত মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর নিতাইগঞ্জ থেকে ‘নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নির্যাতিত যুবদলের নেতা-কর্মীর’ ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, তারা সংগঠনকে গোছাতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। এ কারণে নির্যাতনেরও শিকার হয়েছেন তারা। ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ও রাজনীতিতে নিষ্ক্রিয় নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে অভিযোগ তুলে তারা এই কমিটি বাতিলের দাবি জানান। কমিটি বাতিলের জন্য তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে কমিটি বাতিল ঘোষণা না করা হলে তৃণমূল যুবদলের ব্যানারে সাংগঠনিক প্রক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি রানা মুজিব, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, যুবদল নেতা জুয়েল প্রধান, জুয়েল রানা, আমির হোসেন, আলী নওশাদ তুষার, আল আমিন খান, মাহাবুব হাসান জুলহাসসহ শতাধিক নেতা-কর্মী।
গত ১৬ নভেম্বর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুকে আহবায়ক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে সাবেক যুগ্ম সম্পাদক সাগর প্রধান, সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ আহমেদকে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র।