নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ডের একটি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে৷ ওই কেন্দ্র থেকে এক যুবককে আটক করেছেন ম্যাজিস্ট্রেট৷ রোববার (১৬ জানুয়ারি) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জ বার একাডেমী কেন্দ্রে এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটার দিকে বহিরাগত একদল যুবক কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে৷ ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান৷
কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌছান নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজিবি সদস্যরা৷ পরে সেখানে বহিরাগতদের ধাওয়া দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ এ সময় কেন্দ্রের ভেতর থেকে বহিরাগত এক যুবককে আটক করা হয়৷ তাকে আটকের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান৷ আটক ওই যুবকের নাম মাসুদ বলে জানা গেছে৷
এদিকে এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হাশেম শকুর স্ত্রী দিপা হাশেমকে কেন্দ্রের ভেতর লাঞ্চনার অভিযোগ পাওয়া গেছে৷
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খানের বক্তব্য পাওয়া যায়নি৷ তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, বহিরাগত কয়েকজন বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন৷
এদিকে ওই ঘটনার পর কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক বিজিবি সদস্য অবস্থান নেন৷
রোববার, ১৬ জানুয়ারী ২০২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ডের একটি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে৷ ওই কেন্দ্র থেকে এক যুবককে আটক করেছেন ম্যাজিস্ট্রেট৷ রোববার (১৬ জানুয়ারি) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জ বার একাডেমী কেন্দ্রে এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটার দিকে বহিরাগত একদল যুবক কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে৷ ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান৷
কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌছান নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজিবি সদস্যরা৷ পরে সেখানে বহিরাগতদের ধাওয়া দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ এ সময় কেন্দ্রের ভেতর থেকে বহিরাগত এক যুবককে আটক করা হয়৷ তাকে আটকের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান৷ আটক ওই যুবকের নাম মাসুদ বলে জানা গেছে৷
এদিকে এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হাশেম শকুর স্ত্রী দিপা হাশেমকে কেন্দ্রের ভেতর লাঞ্চনার অভিযোগ পাওয়া গেছে৷
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খানের বক্তব্য পাওয়া যায়নি৷ তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, বহিরাগত কয়েকজন বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন৷
এদিকে ওই ঘটনার পর কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক বিজিবি সদস্য অবস্থান নেন৷