নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে দলটির স্থায়ী কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়, যাতে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে এই কর্মসূচির কথা জানানো হয়।
স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলাকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনে শাখাগুলোকে আহ্বান জানানো হয়।
সভা থেকে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি এবং পুলিশ প্রশাসনকে দমনপীড়ন বন্ধের আহবানও জানানো হয়।
এই সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
আগামী ১০ ডিসেম্বর শনিবার ঢাকায় সমাবেশের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
ওই সমাবেশকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে পুলিশ ও বিএনপির টানাপড়েন চলছে। বিএনপি নয়া পল্টনে সেই সমাবেশ করতে চাইলেও তাতে রাজি নয় পুলিশ।
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে দলটির স্থায়ী কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়, যাতে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে এই কর্মসূচির কথা জানানো হয়।
স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলাকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনে শাখাগুলোকে আহ্বান জানানো হয়।
সভা থেকে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি এবং পুলিশ প্রশাসনকে দমনপীড়ন বন্ধের আহবানও জানানো হয়।
এই সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
আগামী ১০ ডিসেম্বর শনিবার ঢাকায় সমাবেশের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
ওই সমাবেশকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে পুলিশ ও বিএনপির টানাপড়েন চলছে। বিএনপি নয়া পল্টনে সেই সমাবেশ করতে চাইলেও তাতে রাজি নয় পুলিশ।