স্পেনিশ লা লিগা
বার্সেলোনা শনিবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পরেও শেষ আট মিনিটে তিন গোল করে নাটকীয়ভাবে ৩-২ গোলে ম্যাচ জিতে নিয়েছে। প্রতিপক্ষের মাঠ এস্তাদিও অলিম্পিকোতে অনুষ্ঠিত এ ম্যাচে বার্সেলোনা ঘুরে দাড়িয়ে বুঝিয়ে দিয়েছে তারা এখন সত্যিকার অর্থেই ভিন্ন একটি দল।
সেল্টা ভিগো ম্যাচের প্রথম দিকে এবং ৭৬ মিনিটে গোল করে ২-০ গোলে এগিয়ে গেলে মনে হয়েছিল লা লিগায় প্রথম পরাজয়ের শিকার হতে যাচ্ছে জাভি হার্নান্দেজের দল। তারা প্রথম গোলটি খায় ১৬ মিনিটের মাথায়। আমেরিকান মিডফিল্ডার লুকা ডি লা টোরের তৈরী করা সুযোগ থেকে গোলটি করেন লারসেন।
গোল খেয়ে সেটি পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে বার্সেলোনা। অপর দিকে সেল্টা বেশ পরিকল্পিতভাবেই বার্সেলোনার আক্রমনগুলো রুখে দেয়। উল্টো ৭৬ মিনিটে অ্যানাস্থাসিওস ডুবিকাস ব্যবধান দ্বিগুন করেন। এ গোল খাওয়ার আগ পর্যন্ত বার্সেলোনা গোল পরিশোধের স্পষ্ট কোন সুযোগ তৈরী করতে পারেনি। যদিও বল দখলের দিক থেকে তারা বেশ খানিকটা এগিয়েই ছিল।
পরাজয় অনেকটা নিশ্চিত জেনেও হাল ছেড়ে দেয়নি বার্সেলোনা। তারা চেষ্টা অব্যাহত রাখে এবং ৮১ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে রবার্ট লেভানদভস্কি একটি গোল পরিশোধ করেন। এ গোলটিই যেন বার্সেলোনার খেলোয়াড়দের মনোবল ফিরিয়ে দেয়। বাকি সময়ে আরো গোল করা সম্ভব এমন মানসিকতা নিয়ে খেলতে শুরু করে এবং নির্ধারিত সময়ের মধ্যে আরো দুটি গোল করে ম্যাচ জিতে নেয়। প্রথম গোলের ৫ মিনিট পর ইভান ভিলার করেন দ্বিতীয় গোল। জোয়াও ক্যান্সেলোর কাট ব্যাক থেকে তিনি গোলটি করেন।
বার্সেলোনা জয়সূচক গোলটি করে ৮৯ মিনিটে। এবারের গোলটি করেন ক্যান্সেলো। গাভির ক্রস থেকে তিনি গোলটি করেন।
এ জয়ের ফলে বার্সেলোনা লা লিগায় টানা ৫টি ম্যাচে জয়ী হলো। ১৬ পয়েন্ট নিয়ে তারা গোল ব্যবধানে এখন শীর্ষে অবস্থান করছে। তাদের সমান পয়েন্ট জিরোনার। গোল ব্যবধানে জিরোনা আছে দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ ৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। রবিবার রিয়াল মাদ্রিদ খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে। সে ম্যাচে জিততে পারলে তারা আবার শীর্ষে উঠে যাবে।
স্পেনিশ লা লিগা
রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
বার্সেলোনা শনিবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পরেও শেষ আট মিনিটে তিন গোল করে নাটকীয়ভাবে ৩-২ গোলে ম্যাচ জিতে নিয়েছে। প্রতিপক্ষের মাঠ এস্তাদিও অলিম্পিকোতে অনুষ্ঠিত এ ম্যাচে বার্সেলোনা ঘুরে দাড়িয়ে বুঝিয়ে দিয়েছে তারা এখন সত্যিকার অর্থেই ভিন্ন একটি দল।
সেল্টা ভিগো ম্যাচের প্রথম দিকে এবং ৭৬ মিনিটে গোল করে ২-০ গোলে এগিয়ে গেলে মনে হয়েছিল লা লিগায় প্রথম পরাজয়ের শিকার হতে যাচ্ছে জাভি হার্নান্দেজের দল। তারা প্রথম গোলটি খায় ১৬ মিনিটের মাথায়। আমেরিকান মিডফিল্ডার লুকা ডি লা টোরের তৈরী করা সুযোগ থেকে গোলটি করেন লারসেন।
গোল খেয়ে সেটি পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে বার্সেলোনা। অপর দিকে সেল্টা বেশ পরিকল্পিতভাবেই বার্সেলোনার আক্রমনগুলো রুখে দেয়। উল্টো ৭৬ মিনিটে অ্যানাস্থাসিওস ডুবিকাস ব্যবধান দ্বিগুন করেন। এ গোল খাওয়ার আগ পর্যন্ত বার্সেলোনা গোল পরিশোধের স্পষ্ট কোন সুযোগ তৈরী করতে পারেনি। যদিও বল দখলের দিক থেকে তারা বেশ খানিকটা এগিয়েই ছিল।
পরাজয় অনেকটা নিশ্চিত জেনেও হাল ছেড়ে দেয়নি বার্সেলোনা। তারা চেষ্টা অব্যাহত রাখে এবং ৮১ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে রবার্ট লেভানদভস্কি একটি গোল পরিশোধ করেন। এ গোলটিই যেন বার্সেলোনার খেলোয়াড়দের মনোবল ফিরিয়ে দেয়। বাকি সময়ে আরো গোল করা সম্ভব এমন মানসিকতা নিয়ে খেলতে শুরু করে এবং নির্ধারিত সময়ের মধ্যে আরো দুটি গোল করে ম্যাচ জিতে নেয়। প্রথম গোলের ৫ মিনিট পর ইভান ভিলার করেন দ্বিতীয় গোল। জোয়াও ক্যান্সেলোর কাট ব্যাক থেকে তিনি গোলটি করেন।
বার্সেলোনা জয়সূচক গোলটি করে ৮৯ মিনিটে। এবারের গোলটি করেন ক্যান্সেলো। গাভির ক্রস থেকে তিনি গোলটি করেন।
এ জয়ের ফলে বার্সেলোনা লা লিগায় টানা ৫টি ম্যাচে জয়ী হলো। ১৬ পয়েন্ট নিয়ে তারা গোল ব্যবধানে এখন শীর্ষে অবস্থান করছে। তাদের সমান পয়েন্ট জিরোনার। গোল ব্যবধানে জিরোনা আছে দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ ৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। রবিবার রিয়াল মাদ্রিদ খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে। সে ম্যাচে জিততে পারলে তারা আবার শীর্ষে উঠে যাবে।