স্পেনিশ লা লিগা
স্পেনিশ লা লিগায় বার্সেলোনার জয়ের ধারা থামিয়ে দিয়েছে রিয়াল মায়োর্কা। মঙ্গলবার রাতে মায়োর্কা ২-২ গোলে বার্সেলোনার সাথে ড্র করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। অপর দিকে ম্যাচ ড্র করে দুই পয়েন্ট হারানোয় বার্সেলোনার শীর্ষে থাকাটাই ঝুকির মধ্যে পরে গেছে।
আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজিত হওয়ায় বার্সেলোনা এক পয়েন্ট বেশী নিয়ে শীর্ষে উঠেছিল। তাদের সমান পয়েন্ট ছিল জিরোনার। জিরোনা যদি বুধবার ভিয়ারিয়ালকে পরাজিত করতে পারে তাহলে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে। আর রিয়াল যদি তাদের ম্যাচে লাস পালমাসকে হারাতে পারে তাহলে তারা উঠবে দ্বিতীয় স্থানে। তখন তৃতীয় স্থানে নেমে যাবে বার্সেলোনা।
বার্সেলোনা সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পরেও জিতেছিল ৩-২ গোলে। কিন্তু মায়োর্কার বিপক্ষে তা পারেনি। দুই বার পিছিয়ে গিয়েও ম্যাচে সমতা ফিরিয়েছিল জাভি হার্নান্দেজের দল। কিন্তু শেষ ১৫ মিনিট চেষ্টা করেও জয়সূচক গোল করা তাদের পক্ষে সম্ভব হয়নি।
মায়োর্কা ম্যাচের আট মিনিটের মাথায়ই গোল করে এগিয়ে যায়। মূলত গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেনের ভুলেই গোলটি খায় বার্সেলোনা। গোলরক্ষক পেনাল্টি বক্সের ভেতর থেকে সহখেলোয়াড়কে পাস দিতে চেষ্টা করেছিলেন। কিন্তু তার ভুলে বল পেয়ে যান ভেদাত মুরিকি এবং তিনি গোল করে দলকে এগিয়ে দেন।
পিছিয়ে যাওয়ার পরই গোল পরিশোধে মরিয়া হয়ে চেষ্টা শুরু করে বার্সেলোনা। একের পর এক চেষ্টার ফল হিসেবে ৩৯ মিনিটে তারা সমতা ফেরানোর খুব কাছে যেতে সক্ষম হয়। গাভির পাস থেকে বল নিজের নিয়ন্ত্রনে নিয়ে ফেরান টোরেস শট নিলেও গোলরক্ষক সেটি বাচিয়ে দেন। অবশ্য এর দুই মিনিটের মধ্যেই রাফিনিয়া ম্যাচে সমতা ফেরান। জোয়াও ক্যান্সেলোর মাধ্যমে বল পেয়ে তিনি গোলটি করেন। বিরতির আগেই বার্সেলোনা এগিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু রাফিনিয়ার শট বারের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবার লিড নেয় মায়োর্কা। মুরিকির মাধ্যমে বল পেয়ে আবদন প্রাট গোলটি করেন।
বিরতির পর আবার বার্সেলোনা সমতা ফেরানোর লড়াই শুরু করে। ৫৫ মিনিটে সুযোগও পায় তারা। কিন্তু জোয়াও ফেলিক্স তা কাজে লাগাতে ব্যর্থ হন। এর পর বদল খেলোয়াড় লামিন ইয়ামাল পেনাল্টি বক্সে ফাউলের শিকার হয়েছেন মনে করে রেফারি বার্সেলোনার পক্ষে পেনাল্টির বাশি বাজান। কিন্তু ভিএআর দেখে সেটি বাতিল করে দেন। তবে ৭৫ মিনিটে তরুন খেলোয়াড় ফারমিন লোপেজ গোল করলে সমতায় ফেরে বার্সেলোনা। একেবারে শেষ সময়ে জয়ী হওয়ার সুযোগ পেয়েছিল মায়োর্কা। কিন্তু সেটি তারা কাজে লাগাতে না পারায় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
স্পেনিশ লা লিগা
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
স্পেনিশ লা লিগায় বার্সেলোনার জয়ের ধারা থামিয়ে দিয়েছে রিয়াল মায়োর্কা। মঙ্গলবার রাতে মায়োর্কা ২-২ গোলে বার্সেলোনার সাথে ড্র করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। অপর দিকে ম্যাচ ড্র করে দুই পয়েন্ট হারানোয় বার্সেলোনার শীর্ষে থাকাটাই ঝুকির মধ্যে পরে গেছে।
আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজিত হওয়ায় বার্সেলোনা এক পয়েন্ট বেশী নিয়ে শীর্ষে উঠেছিল। তাদের সমান পয়েন্ট ছিল জিরোনার। জিরোনা যদি বুধবার ভিয়ারিয়ালকে পরাজিত করতে পারে তাহলে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে। আর রিয়াল যদি তাদের ম্যাচে লাস পালমাসকে হারাতে পারে তাহলে তারা উঠবে দ্বিতীয় স্থানে। তখন তৃতীয় স্থানে নেমে যাবে বার্সেলোনা।
বার্সেলোনা সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পরেও জিতেছিল ৩-২ গোলে। কিন্তু মায়োর্কার বিপক্ষে তা পারেনি। দুই বার পিছিয়ে গিয়েও ম্যাচে সমতা ফিরিয়েছিল জাভি হার্নান্দেজের দল। কিন্তু শেষ ১৫ মিনিট চেষ্টা করেও জয়সূচক গোল করা তাদের পক্ষে সম্ভব হয়নি।
মায়োর্কা ম্যাচের আট মিনিটের মাথায়ই গোল করে এগিয়ে যায়। মূলত গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেনের ভুলেই গোলটি খায় বার্সেলোনা। গোলরক্ষক পেনাল্টি বক্সের ভেতর থেকে সহখেলোয়াড়কে পাস দিতে চেষ্টা করেছিলেন। কিন্তু তার ভুলে বল পেয়ে যান ভেদাত মুরিকি এবং তিনি গোল করে দলকে এগিয়ে দেন।
পিছিয়ে যাওয়ার পরই গোল পরিশোধে মরিয়া হয়ে চেষ্টা শুরু করে বার্সেলোনা। একের পর এক চেষ্টার ফল হিসেবে ৩৯ মিনিটে তারা সমতা ফেরানোর খুব কাছে যেতে সক্ষম হয়। গাভির পাস থেকে বল নিজের নিয়ন্ত্রনে নিয়ে ফেরান টোরেস শট নিলেও গোলরক্ষক সেটি বাচিয়ে দেন। অবশ্য এর দুই মিনিটের মধ্যেই রাফিনিয়া ম্যাচে সমতা ফেরান। জোয়াও ক্যান্সেলোর মাধ্যমে বল পেয়ে তিনি গোলটি করেন। বিরতির আগেই বার্সেলোনা এগিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু রাফিনিয়ার শট বারের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবার লিড নেয় মায়োর্কা। মুরিকির মাধ্যমে বল পেয়ে আবদন প্রাট গোলটি করেন।
বিরতির পর আবার বার্সেলোনা সমতা ফেরানোর লড়াই শুরু করে। ৫৫ মিনিটে সুযোগও পায় তারা। কিন্তু জোয়াও ফেলিক্স তা কাজে লাগাতে ব্যর্থ হন। এর পর বদল খেলোয়াড় লামিন ইয়ামাল পেনাল্টি বক্সে ফাউলের শিকার হয়েছেন মনে করে রেফারি বার্সেলোনার পক্ষে পেনাল্টির বাশি বাজান। কিন্তু ভিএআর দেখে সেটি বাতিল করে দেন। তবে ৭৫ মিনিটে তরুন খেলোয়াড় ফারমিন লোপেজ গোল করলে সমতায় ফেরে বার্সেলোনা। একেবারে শেষ সময়ে জয়ী হওয়ার সুযোগ পেয়েছিল মায়োর্কা। কিন্তু সেটি তারা কাজে লাগাতে না পারায় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।