আইপিএলের ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। রোববার বাংলাদেশ সময় রাত আটটায় চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গত শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ।
কলকাতা ও হায়দরাবাদ দু’বার (এক বার ডেকান চার্জার্স হিসাবে) করে আইপিএল জিতেছে। তৃতীয় বার ট্রফি ছোঁয়ার পথে দুই দল। ম্যাচ শেষেই জানা যাবে কে ট্রফি পাবেন। তার আগে দুই অধিনায়ককে নিয়ে মেরিনা সৈকতে ছবি তোলা হল।
এ বারের আইপিএলে দু’বার হায়দরাবাদের বিরুদ্ধে খেলেছে কেকেআর। দু’বারই জিতেছে নাইটরা। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত এক বারও না জিততে পারা দলের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে হায়দরাবাদকে। ইডেনে কামিন্সদের ৪ রানে হারিয়েছিলেন শ্রেয়সেরা। প্রথম কোয়ালিফায়ারে কলকাতা জিতেছিল অনেক সহজে। হায়দরাবাদ ব্যাটে, বলে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।
কেকেআরের নেটে এক জোড়া ‘নারাইন’, আইপিএল ফাইনালের আগে বড় অস্ত্র পেয়ে গেল নাইটরা!
আইপিএল ফাইনালে কলকাতার বিরুদ্ধে কী পরিকল্পনা নিয়ে নামবে, জানিয়ে দিল হায়দরাবাদ।
আইপিএল ফাইনালে আরও এক বার হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কলকাতা। লীগ পর্ব শেষে এক এবং দুই নম্বরে শেষ করেছিল কলকাতা এবং হায়দরাবাদ। টানা সপ্তম বার আইপিএলের ফাইনালে উঠল লীগে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দল।
রোববার, ২৬ মে ২০২৪
আইপিএলের ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। রোববার বাংলাদেশ সময় রাত আটটায় চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গত শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ।
কলকাতা ও হায়দরাবাদ দু’বার (এক বার ডেকান চার্জার্স হিসাবে) করে আইপিএল জিতেছে। তৃতীয় বার ট্রফি ছোঁয়ার পথে দুই দল। ম্যাচ শেষেই জানা যাবে কে ট্রফি পাবেন। তার আগে দুই অধিনায়ককে নিয়ে মেরিনা সৈকতে ছবি তোলা হল।
এ বারের আইপিএলে দু’বার হায়দরাবাদের বিরুদ্ধে খেলেছে কেকেআর। দু’বারই জিতেছে নাইটরা। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত এক বারও না জিততে পারা দলের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে হায়দরাবাদকে। ইডেনে কামিন্সদের ৪ রানে হারিয়েছিলেন শ্রেয়সেরা। প্রথম কোয়ালিফায়ারে কলকাতা জিতেছিল অনেক সহজে। হায়দরাবাদ ব্যাটে, বলে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।
কেকেআরের নেটে এক জোড়া ‘নারাইন’, আইপিএল ফাইনালের আগে বড় অস্ত্র পেয়ে গেল নাইটরা!
আইপিএল ফাইনালে কলকাতার বিরুদ্ধে কী পরিকল্পনা নিয়ে নামবে, জানিয়ে দিল হায়দরাবাদ।
আইপিএল ফাইনালে আরও এক বার হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কলকাতা। লীগ পর্ব শেষে এক এবং দুই নম্বরে শেষ করেছিল কলকাতা এবং হায়দরাবাদ। টানা সপ্তম বার আইপিএলের ফাইনালে উঠল লীগে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দল।