বাংলাদেশকে বৃষ্টি আইনে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। একই সাথে স্বপ্নভঙ্গ হয়ে অস্ট্রেলিয়ার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গ্রুপ-১ এর দলগুলোর মধ্যে সেমিতে যাওয়া নিশ্চিত করেছিলো ভারত। এরপর সেমিতে যাওয়ার লড়াইয়ে ছিলো অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ। অস্ট্রেলিয়া তাকিয়ে ছিলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে। কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌঁড়ে জিতে যায়।
মঙ্গলবার সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১৫ রান করে আফগানরা। বাংলাদেশ ১১৬ রান ১২.১ ওভারে করতে পারলেই পেয়ে যেত সেমিফাইনালের টিকিট। কিংবা ম্যাচ জিতে গেলে বিদায় নিতো আফগানিস্তান, আর সেমির টিকিট পেতো অস্ট্রেলিয়া। কিন্তু এই স্বল্প রান তাড়া করতে নেমে কয়েক দফা বৃষ্টিতে খেলা চলে আসে ১৯ ওভারে, জয়ের লক্ষ্য ১১৪। ৭ বল বাকি থাকতেই ১০৫ রানে গুটিয়ে যায় টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১১৫/৫ (গুরবাজ ৪৩, জাদরান ১৮, ওমারজাই ১০, নাইব ৪, নাবি ১, জানাত ৭*, রাশিদ ১৯*; তানজিম ৪-০-৩৬-০, তাসকিন ৪-১-১২-১, সাকিব ৪-০-১৯-০, মুস্তাফিজ ৪-০-১৭-১, রিশাদ ৪-০-২৬-৩)
বাংলাদেশ: (লক্ষ্য ১৯ ওভারে ১১৪) ১৭.৫ ওভারে ১০৫ (লিটন ৫৪*, তানজিদ ০, শান্ত ৫, সাকিব ০, সৌম্য ১০, হৃদয় ১৪, মাহমুদউল্লাহ ৬, রিশাদ ০, তানজিম ৩, তাসকিন ২, মুস্তাফিজ ০; নাভিন ৪-০-, ফারুকি ৩.৫-০-২৬-৪, নাবি ২-০-১৫-০, রাশিদ ৪-০-২৩-৪, নুর ৪-০-১৩-০, নাইব ২-০-৫-১)
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
বাংলাদেশকে বৃষ্টি আইনে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। একই সাথে স্বপ্নভঙ্গ হয়ে অস্ট্রেলিয়ার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গ্রুপ-১ এর দলগুলোর মধ্যে সেমিতে যাওয়া নিশ্চিত করেছিলো ভারত। এরপর সেমিতে যাওয়ার লড়াইয়ে ছিলো অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ। অস্ট্রেলিয়া তাকিয়ে ছিলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে। কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌঁড়ে জিতে যায়।
মঙ্গলবার সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১৫ রান করে আফগানরা। বাংলাদেশ ১১৬ রান ১২.১ ওভারে করতে পারলেই পেয়ে যেত সেমিফাইনালের টিকিট। কিংবা ম্যাচ জিতে গেলে বিদায় নিতো আফগানিস্তান, আর সেমির টিকিট পেতো অস্ট্রেলিয়া। কিন্তু এই স্বল্প রান তাড়া করতে নেমে কয়েক দফা বৃষ্টিতে খেলা চলে আসে ১৯ ওভারে, জয়ের লক্ষ্য ১১৪। ৭ বল বাকি থাকতেই ১০৫ রানে গুটিয়ে যায় টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১১৫/৫ (গুরবাজ ৪৩, জাদরান ১৮, ওমারজাই ১০, নাইব ৪, নাবি ১, জানাত ৭*, রাশিদ ১৯*; তানজিম ৪-০-৩৬-০, তাসকিন ৪-১-১২-১, সাকিব ৪-০-১৯-০, মুস্তাফিজ ৪-০-১৭-১, রিশাদ ৪-০-২৬-৩)
বাংলাদেশ: (লক্ষ্য ১৯ ওভারে ১১৪) ১৭.৫ ওভারে ১০৫ (লিটন ৫৪*, তানজিদ ০, শান্ত ৫, সাকিব ০, সৌম্য ১০, হৃদয় ১৪, মাহমুদউল্লাহ ৬, রিশাদ ০, তানজিম ৩, তাসকিন ২, মুস্তাফিজ ০; নাভিন ৪-০-, ফারুকি ৩.৫-০-২৬-৪, নাবি ২-০-১৫-০, রাশিদ ৪-০-২৩-৪, নুর ৪-০-১৩-০, নাইব ২-০-৫-১)