দেশের বেশ কয়েকটি জেলায় বন্যার কারণে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। পানিবন্দি হয়ে আছেন লাখো মানুষ।
তাদের সাহায্যে এগিয়ে আসতে এবার অনুরোধ করলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এর আগে অবশ্য তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়রা ফেইসবুক পোস্টে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
গতকাল বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে টুইটারে সরব হন রিজওয়ান। তিনিবলেন, আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের প্রতি যারা এই বিধ্বস্ত বন্যার প্রভাব সহ্য করছে। এই চ্যালেঞ্জিং সময়ে আমি সকলকে অনুরোধ করছি নিজেদের পছন্দের দাতব্য সংস্থায় উদারভাবে অনুদান করে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ান।
বন্যার্তদের উদ্দেশে শেষে বাংলায় রিজওয়ান লিখেন, আমরা আপনাদের পাশে আছি।
চলমান রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রিজওয়ান। প্রথম ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। শুধু তা-ই নয়, অপরাজিত থাকেন ১৭১ রানে।
রোববার, ২৫ আগস্ট ২০২৪
দেশের বেশ কয়েকটি জেলায় বন্যার কারণে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। পানিবন্দি হয়ে আছেন লাখো মানুষ।
তাদের সাহায্যে এগিয়ে আসতে এবার অনুরোধ করলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এর আগে অবশ্য তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়রা ফেইসবুক পোস্টে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
গতকাল বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে টুইটারে সরব হন রিজওয়ান। তিনিবলেন, আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের প্রতি যারা এই বিধ্বস্ত বন্যার প্রভাব সহ্য করছে। এই চ্যালেঞ্জিং সময়ে আমি সকলকে অনুরোধ করছি নিজেদের পছন্দের দাতব্য সংস্থায় উদারভাবে অনুদান করে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ান।
বন্যার্তদের উদ্দেশে শেষে বাংলায় রিজওয়ান লিখেন, আমরা আপনাদের পাশে আছি।
চলমান রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রিজওয়ান। প্রথম ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। শুধু তা-ই নয়, অপরাজিত থাকেন ১৭১ রানে।