পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ম্যাচ সেরা হওয়া মুশফিকুর রহিম র্যাঙ্কিংয়েও করেছেন বাজিমাত। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি। বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় মুশফিক ফিরেছেন ১৭তম স্থানে। ক্যারিয়ারে এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই অবস্থানে উঠেছিলেন তিনি।
রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দলটির বিপক্ষে ১৪ টেস্ট খেলে এটিই তাদের প্রথম জয়।
স্মরণীয় জয়ের কারিগর মুশফিক এক ইনিংসে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে করেন ১৯১ রান। তার ৩৪১ বলের ইনিংসটি গড়া ২২ চার ও ১ ছক্কায়। এই পারফরম্যান্সে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে উন্নতি সাত ধাপ। তার বর্তমানের ৬৮৪ রেটিং পয়েন্টও ক্যারিয়ার সেরা।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আরও উন্নতি করেছেন ৫৬ রান করা লিটন দাস। এই কিপার-ব্যাটসম্যান আছেন ২৭ নম্বরে। ৭৭ রান করে মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে এখন ৮৫তম স্থানে।
টেস্ট বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন হাসান। ম্যাচে তিন উইকেট নেওয়া এই পেসার আছেন ৭৪ নম্বরে। তার সতীর্থ পেসার শরিফুল ইসলামের উন্নতি ৯ ধাপ, অবস্থান ৬৪তম।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে অল্পতে গুটিয়ে দেওয়ার পথে ৪ উইকেট নেন মিরাজ। এই অফ স্পিনার বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। ব্যাটে-বলে ভালো করে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে মিরাজ আছেন দশম স্থানে। এই তালিকায় আগের মতোই শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে জো রুট। নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল আছেন দুই ও তিন নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ৫৬ ও ৩২ রান করে তিন ধাপ এগিয়ে চার নম্বরে ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করা জেমি স্মিথের অগ্রগতি ২২ ধাপ, আছেন ৪২তম স্থানে। শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল (৪ ধাপ এগিয়ে ২৩তম) ও কামিন্দু মেন্ডিসও (৮ ধাপ এগিয়ে ৩৬তম) এগিয়েছেন।
এছাড়া উল্লেখযোগ্য উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭১ রান করে সাত ধাপ এগিয়ে যৌথভাবে উসমান খাওয়াজার সঙ্গে আছেন তিনি ১০ নম্বরে। ১৪১ রান করে এক ধাপ উন্নতি হয়েছে সাউদ শাকিলের (১৩তম)।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে যথারীতি ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। তিনে একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারা টেস্টে ৬ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো (১৭তম)। উন্নতির ধারা অব্যাহত রেখে চার ধাপ এগিয়ে ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন এখন ৪২ নম্বরে। অগ্রগতি হয়েছে পাকিস্তানের নাসিম শাহ ও লঙ্কান প্রাবাথ জায়াসুরিয়ারও।
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজও বিবেচনায় এসেছে এই সপ্তাহের র্যাঙ্কিংয়ের হালনাগাদে। তিন ম্যাচের লড়াইয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে ক্যারিবিয়ানরা।
দলের এই সাফল্যে মোট ৪ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে আকিল হোসেন। তার সতীর্থ গুডাকেশ মোটির উন্নতি ১০ ধাপ, আছেন তৃতীয় স্থানে। দুইজনের এটা ক্যারিয়ার সেরা অবস্থান। এই তালিকায় আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের আদিল রাশিদ।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আর অলরাউন্ডারদের মধ্যে চূড়ায় হেডের সতীর্থ মার্কাস স্টয়নিস।
বুধবার, ২৮ আগস্ট ২০২৪
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ম্যাচ সেরা হওয়া মুশফিকুর রহিম র্যাঙ্কিংয়েও করেছেন বাজিমাত। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি। বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় মুশফিক ফিরেছেন ১৭তম স্থানে। ক্যারিয়ারে এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই অবস্থানে উঠেছিলেন তিনি।
রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দলটির বিপক্ষে ১৪ টেস্ট খেলে এটিই তাদের প্রথম জয়।
স্মরণীয় জয়ের কারিগর মুশফিক এক ইনিংসে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে করেন ১৯১ রান। তার ৩৪১ বলের ইনিংসটি গড়া ২২ চার ও ১ ছক্কায়। এই পারফরম্যান্সে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে উন্নতি সাত ধাপ। তার বর্তমানের ৬৮৪ রেটিং পয়েন্টও ক্যারিয়ার সেরা।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আরও উন্নতি করেছেন ৫৬ রান করা লিটন দাস। এই কিপার-ব্যাটসম্যান আছেন ২৭ নম্বরে। ৭৭ রান করে মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে এখন ৮৫তম স্থানে।
টেস্ট বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন হাসান। ম্যাচে তিন উইকেট নেওয়া এই পেসার আছেন ৭৪ নম্বরে। তার সতীর্থ পেসার শরিফুল ইসলামের উন্নতি ৯ ধাপ, অবস্থান ৬৪তম।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে অল্পতে গুটিয়ে দেওয়ার পথে ৪ উইকেট নেন মিরাজ। এই অফ স্পিনার বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। ব্যাটে-বলে ভালো করে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে মিরাজ আছেন দশম স্থানে। এই তালিকায় আগের মতোই শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে জো রুট। নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল আছেন দুই ও তিন নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ৫৬ ও ৩২ রান করে তিন ধাপ এগিয়ে চার নম্বরে ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করা জেমি স্মিথের অগ্রগতি ২২ ধাপ, আছেন ৪২তম স্থানে। শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল (৪ ধাপ এগিয়ে ২৩তম) ও কামিন্দু মেন্ডিসও (৮ ধাপ এগিয়ে ৩৬তম) এগিয়েছেন।
এছাড়া উল্লেখযোগ্য উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭১ রান করে সাত ধাপ এগিয়ে যৌথভাবে উসমান খাওয়াজার সঙ্গে আছেন তিনি ১০ নম্বরে। ১৪১ রান করে এক ধাপ উন্নতি হয়েছে সাউদ শাকিলের (১৩তম)।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে যথারীতি ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। তিনে একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারা টেস্টে ৬ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো (১৭তম)। উন্নতির ধারা অব্যাহত রেখে চার ধাপ এগিয়ে ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন এখন ৪২ নম্বরে। অগ্রগতি হয়েছে পাকিস্তানের নাসিম শাহ ও লঙ্কান প্রাবাথ জায়াসুরিয়ারও।
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজও বিবেচনায় এসেছে এই সপ্তাহের র্যাঙ্কিংয়ের হালনাগাদে। তিন ম্যাচের লড়াইয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে ক্যারিবিয়ানরা।
দলের এই সাফল্যে মোট ৪ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে আকিল হোসেন। তার সতীর্থ গুডাকেশ মোটির উন্নতি ১০ ধাপ, আছেন তৃতীয় স্থানে। দুইজনের এটা ক্যারিয়ার সেরা অবস্থান। এই তালিকায় আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের আদিল রাশিদ।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আর অলরাউন্ডারদের মধ্যে চূড়ায় হেডের সতীর্থ মার্কাস স্টয়নিস।