ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
পর্তুগীজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো মনে করেন তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড যদি আবার শিরোপার জন্য লড়াইয়ে অবতীর্ণ হতে চায় তাহলে তাদের শীর্ষ থেকে নীচ পর্যন্ত সব জায়গায় পরিবর্তন আনতে হবে।
৩৯ বছর বয়সী রোনালদো ম্যানইউর খেলোয়াড় হিসেবে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি বিশ^ ক্লাব কাপ জয় করেছিলেন প্রথমবার সেখানে খেলার সময়ে। প্রথমবার তিনি ২০০৩-২০০৯ পর্যন্ত ম্যানইউতে খেলেন। তার সাবেক ক্লাবটি গত মৌসুমে অষ্টম স্থান লাভ করেন ইংলিশ প্রিমিয়ার লিগে।
সাবেক খেলোয়াড় রিও ফার্ডিনান্ড প্রেজেন্ট পোডকাস্টে রোনালদো আরো বলেন তার সময়ে জিম র্যাটক্লিফের অধীনে যেভাবে ক্লাবটি পুনঃগঠিত হচ্ছিল তাতে তিনি সন্তুষ্ট ছিলেন। রোনালদো বলেন, ‘আমার মতে তাদের সব কিছুই পুনঃগঠন করতে হবে। তবে এটা পুনঃগঠিত হতে সময় লাগবে। ম্যানইউ এখনো বিশে^র অন্যতম সেরা একটি ক্লাব। তবে তাদের পরিবর্তন দরকার। আমার মনে হয় তারাও বিষয়টি বুঝতে পেরেছে।’
আমি বিশ^াস করি ক্লাবটির ভবিষ্যত উজ্জ্বল। কিন্তু তারা কেবল প্রতিভার উপর নির্ভর করছে না। তাদের নিচ থেকেই পরিবর্তন শুরু করতে হবে। যদি তারা সেটি না করে তাহলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এটা হবে তাদের জন্য অসম্ভব।’
প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে পরাজিত হয়ে ম্যানইউ কোচ এরিখ ট্যান হাখ ইতোমধ্যেই প্রচন্ড চাপের মধ্যে পরেছেন। রোনালদো মনে করেন দলের সাবেক খেলোয়াড় রুড ফন নিস্টেলরুইকে পুনগঠনের দায়িত্ব দেয়া যেতে পারে। তিনি এখন সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। রোনালদো মনে করেন অভিজ্ঞতা ছাড়া দল পুনঃগঠন সম্ভব নয়। তিনি বলেন, ‘আমি মনে করি রুড দলকে সাহায্য করতে পারবে। কারণ সে দলের ভেতরকার সব কিছুই জানে। সে ক্লাবটিকেও ভালভাবে জানে। সে সমর্থকদেরও জানে। কোচ যদি তার পরামর্শ শোনেন তাহলে ক্লাব কিছুটা হলেও ভাল করবে।’
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
পর্তুগীজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো মনে করেন তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড যদি আবার শিরোপার জন্য লড়াইয়ে অবতীর্ণ হতে চায় তাহলে তাদের শীর্ষ থেকে নীচ পর্যন্ত সব জায়গায় পরিবর্তন আনতে হবে।
৩৯ বছর বয়সী রোনালদো ম্যানইউর খেলোয়াড় হিসেবে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি বিশ^ ক্লাব কাপ জয় করেছিলেন প্রথমবার সেখানে খেলার সময়ে। প্রথমবার তিনি ২০০৩-২০০৯ পর্যন্ত ম্যানইউতে খেলেন। তার সাবেক ক্লাবটি গত মৌসুমে অষ্টম স্থান লাভ করেন ইংলিশ প্রিমিয়ার লিগে।
সাবেক খেলোয়াড় রিও ফার্ডিনান্ড প্রেজেন্ট পোডকাস্টে রোনালদো আরো বলেন তার সময়ে জিম র্যাটক্লিফের অধীনে যেভাবে ক্লাবটি পুনঃগঠিত হচ্ছিল তাতে তিনি সন্তুষ্ট ছিলেন। রোনালদো বলেন, ‘আমার মতে তাদের সব কিছুই পুনঃগঠন করতে হবে। তবে এটা পুনঃগঠিত হতে সময় লাগবে। ম্যানইউ এখনো বিশে^র অন্যতম সেরা একটি ক্লাব। তবে তাদের পরিবর্তন দরকার। আমার মনে হয় তারাও বিষয়টি বুঝতে পেরেছে।’
আমি বিশ^াস করি ক্লাবটির ভবিষ্যত উজ্জ্বল। কিন্তু তারা কেবল প্রতিভার উপর নির্ভর করছে না। তাদের নিচ থেকেই পরিবর্তন শুরু করতে হবে। যদি তারা সেটি না করে তাহলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এটা হবে তাদের জন্য অসম্ভব।’
প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে পরাজিত হয়ে ম্যানইউ কোচ এরিখ ট্যান হাখ ইতোমধ্যেই প্রচন্ড চাপের মধ্যে পরেছেন। রোনালদো মনে করেন দলের সাবেক খেলোয়াড় রুড ফন নিস্টেলরুইকে পুনগঠনের দায়িত্ব দেয়া যেতে পারে। তিনি এখন সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। রোনালদো মনে করেন অভিজ্ঞতা ছাড়া দল পুনঃগঠন সম্ভব নয়। তিনি বলেন, ‘আমি মনে করি রুড দলকে সাহায্য করতে পারবে। কারণ সে দলের ভেতরকার সব কিছুই জানে। সে ক্লাবটিকেও ভালভাবে জানে। সে সমর্থকদেরও জানে। কোচ যদি তার পরামর্শ শোনেন তাহলে ক্লাব কিছুটা হলেও ভাল করবে।’