রাজনৈতিক পট-পরিবর্তনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি থেকে কাজী সালাহউদ্দিনের পদত্যাগের দাবি তুলেছিলেন সাবেক অনেক ফুটবলার ও সমর্থকরা। সে দাবি উড়িয়ে দিয়ে উল্টো পঞ্চম মেয়াদেও সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু আজ বাফুফে ভবনে এসে এই ঘোষণা দেন বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাহউদ্দিন।
আজ শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামী ২৬ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা।
সালাহউদ্দিন বলেন, ‘আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।’
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
রাজনৈতিক পট-পরিবর্তনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি থেকে কাজী সালাহউদ্দিনের পদত্যাগের দাবি তুলেছিলেন সাবেক অনেক ফুটবলার ও সমর্থকরা। সে দাবি উড়িয়ে দিয়ে উল্টো পঞ্চম মেয়াদেও সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু আজ বাফুফে ভবনে এসে এই ঘোষণা দেন বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাহউদ্দিন।
আজ শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামী ২৬ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা।
সালাহউদ্দিন বলেন, ‘আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।’