গেতাফের সাথে ১-০ গোলে জিতে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছে বার্সেলোনা। টানা সাত ম্যাচের ৭ ম্যাচই জিতে লা লিগায় রেকর্ডের দারপ্রান্তে হ্যান্সি ফ্লিক। ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেয়ার পর আমূল বদলে গেছে দলটি।
পেপ গুয়ার্দিওলা ও তিতো ভিলানোভার লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে ৭ ম্যাচে অপরাজিত হ্যান্সি ফ্লিকের বার্সা। আর এক ম্যাচ জিতলেই টাটা মার্টিনোর টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড দখল করবেন ফ্লিক।
বার্সেলোনার জয়সূচক গোলটি করেন লেভানদভস্কি। লিগে তার সপ্তম গোল এটি। গোলদাতার তালিকায় সবার উপরে তিনি। ৫ টি করে গোল আছে রাফিনিয়া এবং রিয়ালের এমবাপ্পের।
আগের ম্যাচে ইনজুরিতে পরে, ছিলেন না দলের নিয়মিত গোল কিপার মার্ক আন্দ্রে টের স্টেগান। পরিবর্তে গোল পোস্ট সামলানোর দায়িত্ব পান ইনাকি টেনা। নিজেকে প্রমানের সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন ভালো ভাবেই। অষ্টম মিনিটে অসাধারণ সেভ করে নিশ্চিত গোল বঞ্চিত করেন গেতাফেকে।
এই জয়ে সমান ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা।
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
গেতাফের সাথে ১-০ গোলে জিতে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছে বার্সেলোনা। টানা সাত ম্যাচের ৭ ম্যাচই জিতে লা লিগায় রেকর্ডের দারপ্রান্তে হ্যান্সি ফ্লিক। ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেয়ার পর আমূল বদলে গেছে দলটি।
পেপ গুয়ার্দিওলা ও তিতো ভিলানোভার লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে ৭ ম্যাচে অপরাজিত হ্যান্সি ফ্লিকের বার্সা। আর এক ম্যাচ জিতলেই টাটা মার্টিনোর টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড দখল করবেন ফ্লিক।
বার্সেলোনার জয়সূচক গোলটি করেন লেভানদভস্কি। লিগে তার সপ্তম গোল এটি। গোলদাতার তালিকায় সবার উপরে তিনি। ৫ টি করে গোল আছে রাফিনিয়া এবং রিয়ালের এমবাপ্পের।
আগের ম্যাচে ইনজুরিতে পরে, ছিলেন না দলের নিয়মিত গোল কিপার মার্ক আন্দ্রে টের স্টেগান। পরিবর্তে গোল পোস্ট সামলানোর দায়িত্ব পান ইনাকি টেনা। নিজেকে প্রমানের সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন ভালো ভাবেই। অষ্টম মিনিটে অসাধারণ সেভ করে নিশ্চিত গোল বঞ্চিত করেন গেতাফেকে।
এই জয়ে সমান ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা।