ছেলেদের হারের প্রতিশোধ নিতে বেশি সময় নেয়নি ভারতের মেয়েরা। আজ মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
টসে হেরে প্রথমে ব্যাট করে ভারতের মেয়েরা সংগ্রহ করেছিল ১১৭ রান।প্রথম ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান তুলতে পেরেছিল ভারত। ততোক্ষণ বাংলাদেশের অনূকূলেই ছিলো ম্যাচ।
ভারতের গঙ্গাদি তৃষা এবং নিকি প্রসাদ ৪১ রানের ধৈর্যশীল জুটি গড়ে বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়তে সাহায্য করেছিল দলকে। বাংলাদেশের মেয়েরা মূলত নিয়ন্ত্রিত বোলিংই করেছিলো, নয়তো ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে ১১৭ রানে আটকে রাখা কঠিনই ছিলো বটে। ভারতের এই রানে মূল অবদান ওপেনার গঙ্গাদি তৃষার ৪৭ বলে ৫২ রান। এর বাইরে কেউ উল্লেখযোগ্য কোনও রান করেননি।
কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে জয়ের লক্ষ্যে ১১৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা এগুচ্ছিলো ভালোই। প্রথম ৬ ওভারে রান তুলেছিল ৩৫, উইকেট হারিয়েছিল ২ টি। কিন্তু তার পরের ওভার গুলোতে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশে তরুণীরা। ৬ থেকে ১২ তম এই ৭ ওভারের মধ্যে উইকেট হারিয়েছে ২টি কিন্তু রান তুলতে পেরেছে মাত্র ২৮। ছিলোনা কোন বাউন্ডারি। সেখানেই মূলত শেষ হয়ে যায় জয়ের স্বপ্ন।
শেষ ৮ ওভারে সমীকরণ দাঁড়ায় ওভার প্রতি ৭.৮৭ রান। হাতে ছিলো ৬ উইকেট। কিন্তু হতাশ করেছে বাঘিনীরা। শেষ ৬ উইকেট হারিয়েছে ১৩ রানে। শেষ ৬ উইকেট নিতে ভারতের বোলারদের বল খরচ করতে হয়েছে মাত্র ২৬ টি। ১৮.৩ ওভারে ৭৬ রানেই সমাধি হয় বাংলাদেশের মেয়েদের।
সুযোগ ছিলো ছেলেদের মতো মেয়েদেরও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের। এই ডিসেম্বরের ১৪ তারিখ দুবাইয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ছেলেরা ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে এশিয়া কাপ শিরোপা ঘরে তুলেছিলো।
বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৩১ রানে ভারতের ৪ উইকেট দখল করেন। নিশিতা আক্তার নেন ২৩ রানে ২ উইকেট। বাংলাদেশের জুয়াইরিয়া করেন ২২ রান।ফাহমিদা ১৮। আর কেউ তেমন রান করতে পারেনি।
রোববার, ২২ ডিসেম্বর ২০২৪
ছেলেদের হারের প্রতিশোধ নিতে বেশি সময় নেয়নি ভারতের মেয়েরা। আজ মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
টসে হেরে প্রথমে ব্যাট করে ভারতের মেয়েরা সংগ্রহ করেছিল ১১৭ রান।প্রথম ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান তুলতে পেরেছিল ভারত। ততোক্ষণ বাংলাদেশের অনূকূলেই ছিলো ম্যাচ।
ভারতের গঙ্গাদি তৃষা এবং নিকি প্রসাদ ৪১ রানের ধৈর্যশীল জুটি গড়ে বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়তে সাহায্য করেছিল দলকে। বাংলাদেশের মেয়েরা মূলত নিয়ন্ত্রিত বোলিংই করেছিলো, নয়তো ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে ১১৭ রানে আটকে রাখা কঠিনই ছিলো বটে। ভারতের এই রানে মূল অবদান ওপেনার গঙ্গাদি তৃষার ৪৭ বলে ৫২ রান। এর বাইরে কেউ উল্লেখযোগ্য কোনও রান করেননি।
কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে জয়ের লক্ষ্যে ১১৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা এগুচ্ছিলো ভালোই। প্রথম ৬ ওভারে রান তুলেছিল ৩৫, উইকেট হারিয়েছিল ২ টি। কিন্তু তার পরের ওভার গুলোতে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশে তরুণীরা। ৬ থেকে ১২ তম এই ৭ ওভারের মধ্যে উইকেট হারিয়েছে ২টি কিন্তু রান তুলতে পেরেছে মাত্র ২৮। ছিলোনা কোন বাউন্ডারি। সেখানেই মূলত শেষ হয়ে যায় জয়ের স্বপ্ন।
শেষ ৮ ওভারে সমীকরণ দাঁড়ায় ওভার প্রতি ৭.৮৭ রান। হাতে ছিলো ৬ উইকেট। কিন্তু হতাশ করেছে বাঘিনীরা। শেষ ৬ উইকেট হারিয়েছে ১৩ রানে। শেষ ৬ উইকেট নিতে ভারতের বোলারদের বল খরচ করতে হয়েছে মাত্র ২৬ টি। ১৮.৩ ওভারে ৭৬ রানেই সমাধি হয় বাংলাদেশের মেয়েদের।
সুযোগ ছিলো ছেলেদের মতো মেয়েদেরও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের। এই ডিসেম্বরের ১৪ তারিখ দুবাইয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ছেলেরা ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে এশিয়া কাপ শিরোপা ঘরে তুলেছিলো।
বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৩১ রানে ভারতের ৪ উইকেট দখল করেন। নিশিতা আক্তার নেন ২৩ রানে ২ উইকেট। বাংলাদেশের জুয়াইরিয়া করেন ২২ রান।ফাহমিদা ১৮। আর কেউ তেমন রান করতে পারেনি।