পয়েন্ট হারানো যেন স্বভাবে পরিনত হয়েছে মৌসুমের শুরুতে উড়তে থাকা বার্সেলোনার। শেষ ৭ ম্যাচের ৬টিতেই হারিয়েছে পয়েন্ট। টেবিলের শীর্ষ স্থান এক সময় অবধারিত করা সেই বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের দুইয়ে থাকলেও কার্য্যত আরো পিছনে। কারন রেয়াল মাদ্রিদ বার্সার চেয়ে ২। আর আতলেতিকো খেলেছে ১ ম্যাচ কম।
শনিবার রাতে বার্সেলোনা নিজেদের মাঠে আতলেতিকোর সাথে ২-১ গোলে হেরেছে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতায় ছিলো দুদল।মোটামুটি নিশ্চিত ছিলো পয়েন্ট ভাগাভাগি হবে দুদলের।
যোগ করা ৬ মিনিট সময়ের শেষ মিনিটের শেষ মূহুর্তে গোল করে বসে আতলেতিকো। মলিনার বাড়ানো বল থেকে আলেকজান্ডার সরলথ গোল করলে হতাশায় ডুবে কাতালান দর্শকরা।
এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সিমিওনের দল। সব প্রতিযোগীতায় শেষ ১২ ম্যাচে অপরাজিত আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় ১৮ ম্যাচে ১২ জয় ৫ ড্রতে ৪১ পয়েন্ট তাদের। মৌসুমের শুরুতে ১২ ম্যাচে ১১ জয় নিয়ে উড়তে থাকা বার্সা ১০ পয়েন্ট এগিয়ে ছিলো আতলেতিকোর চাইতে। তবে শেষ ৭ ম্যাচের ৪ হার, ২ ড্র। বাকী ১ ম্যাচে জয় বার্সেলোনার।
এমন হতাশাজনক হারের পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘বিরতি দরকার আমাদের। ছেলেরা নিজেদেরকে চাঙ্গা করুক এবং ফিরে এসে ঝাপিয়ে পরুক নতুন করে।
এখনো লীগ শেষ হয়ে যায়নি।’
রোববার, ২২ ডিসেম্বর ২০২৪
পয়েন্ট হারানো যেন স্বভাবে পরিনত হয়েছে মৌসুমের শুরুতে উড়তে থাকা বার্সেলোনার। শেষ ৭ ম্যাচের ৬টিতেই হারিয়েছে পয়েন্ট। টেবিলের শীর্ষ স্থান এক সময় অবধারিত করা সেই বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের দুইয়ে থাকলেও কার্য্যত আরো পিছনে। কারন রেয়াল মাদ্রিদ বার্সার চেয়ে ২। আর আতলেতিকো খেলেছে ১ ম্যাচ কম।
শনিবার রাতে বার্সেলোনা নিজেদের মাঠে আতলেতিকোর সাথে ২-১ গোলে হেরেছে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতায় ছিলো দুদল।মোটামুটি নিশ্চিত ছিলো পয়েন্ট ভাগাভাগি হবে দুদলের।
যোগ করা ৬ মিনিট সময়ের শেষ মিনিটের শেষ মূহুর্তে গোল করে বসে আতলেতিকো। মলিনার বাড়ানো বল থেকে আলেকজান্ডার সরলথ গোল করলে হতাশায় ডুবে কাতালান দর্শকরা।
এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সিমিওনের দল। সব প্রতিযোগীতায় শেষ ১২ ম্যাচে অপরাজিত আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় ১৮ ম্যাচে ১২ জয় ৫ ড্রতে ৪১ পয়েন্ট তাদের। মৌসুমের শুরুতে ১২ ম্যাচে ১১ জয় নিয়ে উড়তে থাকা বার্সা ১০ পয়েন্ট এগিয়ে ছিলো আতলেতিকোর চাইতে। তবে শেষ ৭ ম্যাচের ৪ হার, ২ ড্র। বাকী ১ ম্যাচে জয় বার্সেলোনার।
এমন হতাশাজনক হারের পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘বিরতি দরকার আমাদের। ছেলেরা নিজেদেরকে চাঙ্গা করুক এবং ফিরে এসে ঝাপিয়ে পরুক নতুন করে।
এখনো লীগ শেষ হয়ে যায়নি।’