সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রেয়াল মাদ্রিদ ৪-২ গোলে জয় পেয়েছে সেভিয়ার সাথে। গোল ৪ টি করেছেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ, ফেদেরিকো ভালর্ভেদে ও রদ্রিগো।সেভিয়ার সাথে জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেলো রেয়াল মাদ্রিদ। আগেরদিন বার্সেলোনাকে শেষ মূহুর্তের ম্যাজিক গোলে ২-১ ব্যাবধানে হারিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।
ম্যাচের ১০ মিনিটের মাথায় রেয়াল মাদ্রিদকে এগিয়ে দেন এমবাপ্পে। রদ্রিগোর পাস থেকে বক্সের বাইরে বল রিসিভ করে সময় নিয়ে জোরালো শটে গোল করেন এমবাপ্পে।
ম্যাচের ২০ মিনিটের সময় ৩১ গজ সামনে থেকে গোল করেন ভালর্ভেদে এসিস্ট ছিলো কামাভিঙ্গার। ৩৪ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় রেয়াল। এবার গোল করেন রদ্রিগো। ভাসকেসের অসাধারণ ক্রস থেকে কাটিয়ে জায়গা বের করে গোল করেন রদ্রিগো।
ম্যাচের ৩৫ মিনিটে আচমকা গোল করে বসেন সেভিয়ার ইসাক রোমেরো। তবে ৩-১ গোলে এগিয়ে থেকেও রেয়াল মাদ্রিদ দম হারায়নি। ৫৩ মিনিটের সময় ব্রাহিম দিয়াজ এমবাপ্পের পাস থেকে গোল করলে ৪-১ গোলে এগিয়ে যায় রেয়াল।
দোদি লুভেবাকলো ৮৫ মিনিটে কোনাকোনি শট করলে সেভিয়া ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ব্যাবধান ৪-২।
১৮ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ আছে লীগ টেবিলের দুইয়ে। ১৮ম্যাচে ১২ জয়, ৫ ড্র আর এক হারে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। আর ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।
ম্যাচ শেষে রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলওি বলেছেন এমবাপ্পে সম্পর্কে। রিয়ালের সাথে মানিয়ে নেয়ার পর্ব শেষ হয়েছে এমবাপ্পের। এখন কিছু করে দেখানো বাকী। আজ কিছুটা করেও দেখিয়েছেন রেয়াল মাদ্রিদের এই ফরাসী তারকা।
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রেয়াল মাদ্রিদ ৪-২ গোলে জয় পেয়েছে সেভিয়ার সাথে। গোল ৪ টি করেছেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ, ফেদেরিকো ভালর্ভেদে ও রদ্রিগো।সেভিয়ার সাথে জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেলো রেয়াল মাদ্রিদ। আগেরদিন বার্সেলোনাকে শেষ মূহুর্তের ম্যাজিক গোলে ২-১ ব্যাবধানে হারিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।
ম্যাচের ১০ মিনিটের মাথায় রেয়াল মাদ্রিদকে এগিয়ে দেন এমবাপ্পে। রদ্রিগোর পাস থেকে বক্সের বাইরে বল রিসিভ করে সময় নিয়ে জোরালো শটে গোল করেন এমবাপ্পে।
ম্যাচের ২০ মিনিটের সময় ৩১ গজ সামনে থেকে গোল করেন ভালর্ভেদে এসিস্ট ছিলো কামাভিঙ্গার। ৩৪ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় রেয়াল। এবার গোল করেন রদ্রিগো। ভাসকেসের অসাধারণ ক্রস থেকে কাটিয়ে জায়গা বের করে গোল করেন রদ্রিগো।
ম্যাচের ৩৫ মিনিটে আচমকা গোল করে বসেন সেভিয়ার ইসাক রোমেরো। তবে ৩-১ গোলে এগিয়ে থেকেও রেয়াল মাদ্রিদ দম হারায়নি। ৫৩ মিনিটের সময় ব্রাহিম দিয়াজ এমবাপ্পের পাস থেকে গোল করলে ৪-১ গোলে এগিয়ে যায় রেয়াল।
দোদি লুভেবাকলো ৮৫ মিনিটে কোনাকোনি শট করলে সেভিয়া ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ব্যাবধান ৪-২।
১৮ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ আছে লীগ টেবিলের দুইয়ে। ১৮ম্যাচে ১২ জয়, ৫ ড্র আর এক হারে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। আর ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।
ম্যাচ শেষে রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলওি বলেছেন এমবাপ্পে সম্পর্কে। রিয়ালের সাথে মানিয়ে নেয়ার পর্ব শেষ হয়েছে এমবাপ্পের। এখন কিছু করে দেখানো বাকী। আজ কিছুটা করেও দেখিয়েছেন রেয়াল মাদ্রিদের এই ফরাসী তারকা।