টেস্ট ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে মেয়েদের প্রথম শ্রেনীর ক্রিকেট শুরু করতে অনেকটা বিলম্ব করেছে বাংলাদেশ। গতকাল শুরু হওয়া মেয়েদের প্রথম শ্রেনীর ক্রিকেটে আজ দ্বিতীয় দিনেই রেকর্ড করেছে বাংলাদেশের ব্যাটার নিগার সুলতানা। বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি।
আজ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যান্চলের হয়ে এই কীর্তি গড়েন নিগার। খেলেন ১৫৩ রানের অপরাজিত ইনিংস। বল খরচ করেছেন সেঞ্চুরি করতে ২১৫ টি। সেঞ্চুরি পর বাকী ৩৮ বলে ৫৩ রান করেন। মোট ২৫৩ বলে খেলে ২০ টি চার এবং ২ ছক্কায় ১৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বাংলাদেশ নারী জাতীয় দলের অধিনায়ক।
গতকালকের ৮৫ রানে অপরাজিত থাকা নিগার আজ শুরুতে বেশ ধৈর্যশীল হয়ে খেলেছেন। জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি নিশ্চিত করেন তিনি।
দুইদিন হলো শুরু হওয়া নারীদের বিসিএলে আরো কয়েকটি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি কয়েকজন।পূর্বাঞ্চলের শারমিন আক্তার আউট হন ৮৮ রানে। উত্তরাঞ্চলের ফারজানা হক আউট হন ৮৬ রানে। দক্ষিণান্ঞ্চলের আয়েশা রহমান ৯৪ রানে আউট হয়ে মন খারাপ করে মাঠ ছাড়েন।
বাংলাদেশের ছেলেদের প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরির রেকর্ড আল শাহরিয়ার রোকনের। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই বিখ্যাত ক্রিকেটার ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে এই কীর্তি গড়েন।
নিগার সুলতানা একাধারে ব্যাটার, বোলার এবং উইকেট কিপিং ও করতে পারেন। তার বোলিং বেশ কার্যকর ভূমিকা রাখে খেলায়। চট্টগ্রামে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য।
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
টেস্ট ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে মেয়েদের প্রথম শ্রেনীর ক্রিকেট শুরু করতে অনেকটা বিলম্ব করেছে বাংলাদেশ। গতকাল শুরু হওয়া মেয়েদের প্রথম শ্রেনীর ক্রিকেটে আজ দ্বিতীয় দিনেই রেকর্ড করেছে বাংলাদেশের ব্যাটার নিগার সুলতানা। বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি।
আজ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যান্চলের হয়ে এই কীর্তি গড়েন নিগার। খেলেন ১৫৩ রানের অপরাজিত ইনিংস। বল খরচ করেছেন সেঞ্চুরি করতে ২১৫ টি। সেঞ্চুরি পর বাকী ৩৮ বলে ৫৩ রান করেন। মোট ২৫৩ বলে খেলে ২০ টি চার এবং ২ ছক্কায় ১৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বাংলাদেশ নারী জাতীয় দলের অধিনায়ক।
গতকালকের ৮৫ রানে অপরাজিত থাকা নিগার আজ শুরুতে বেশ ধৈর্যশীল হয়ে খেলেছেন। জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি নিশ্চিত করেন তিনি।
দুইদিন হলো শুরু হওয়া নারীদের বিসিএলে আরো কয়েকটি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি কয়েকজন।পূর্বাঞ্চলের শারমিন আক্তার আউট হন ৮৮ রানে। উত্তরাঞ্চলের ফারজানা হক আউট হন ৮৬ রানে। দক্ষিণান্ঞ্চলের আয়েশা রহমান ৯৪ রানে আউট হয়ে মন খারাপ করে মাঠ ছাড়েন।
বাংলাদেশের ছেলেদের প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরির রেকর্ড আল শাহরিয়ার রোকনের। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই বিখ্যাত ক্রিকেটার ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে এই কীর্তি গড়েন।
নিগার সুলতানা একাধারে ব্যাটার, বোলার এবং উইকেট কিপিং ও করতে পারেন। তার বোলিং বেশ কার্যকর ভূমিকা রাখে খেলায়। চট্টগ্রামে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য।