ভারত অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোর্নে অনুষ্ঠিত বোর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট। এমনিতেই খেলা শুরুর আগে নানান বির্তকের কারনে আগুন প্রায়। তার ওপর সিরিজে ১-১ সমতায় দুই দল।এই টেস্টে যারা জয়ী হবে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলার ক্ষেত্রে সে দল নিসন্দেহে এগিয়ে থাকবে। সিরিজে পরাজিত দলটি বাদ পড়ার শংকায়।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে ডেব্যু হলো স্যাম কনষ্টাসের। ইনিংস উদ্বোধন করতে নেমে পৃথিবীর এখনকার সেরা বোলার বুমরাহকে মোকাবেলা করতে হলো প্রথম ১৮ বল। সংগ্রহ করতে পারলেন মোটে ২ রান।
১৯ বছর বয়সী এই অজি ক্রিকেটার বুমরাহ পরের ওভার গুলোতে দৃশ্যপট বদলে দিলেন। ম্যাচের সপ্তম এবং বুমরাহ চতুর্থ ওভারে স্কুপ করে ৬ এবং চারের সাহায্যে নিলেন ১৪ রান। বুমরাহও রেকর্ড করলেন, তার টেস্ট ক্যারিয়ারে মাত্র তৃতীয় বার এক ওভারে দিলেন ১৪ রানের বেশি।
ব্যক্তিগত পঞ্চম এ দলীয় নবম ওভারে তো মোটা দাগে রেকর্ড উপহার দিলেন বুমরাহকে, ১ ছক্কা ২ চারে ১৮ রান নিলেন এক ওভারে। ৪৪ টেস্টের রাজকীয় ক্যারিয়ারে এর আগে এরচেয়ে বেশি রান কখনোই দেননি বুমরাহ।
৫২ বলে অর্ধশতক করেন স্যাম কনষ্টাস। তবে পরে ৬৫ বলে ৬০ রান করে জাদেজার বলে এলবিডব্লিউর ফাঁদে পরে আউট হন। স্যাম কনষ্টাসের স্ট্রাইক রেট ৯০ দশমিক ৩০। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ব্যাটিং করে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড গড়েন তিনি। ভারতের বিপক্ষে করা এই রেকর্ড করতে তিনি আরেক ভারতীয় পৃথভি শ্বর রেকর্ড ভেঙেছেন।
চতুর্থ টেস্টের প্রথম দিন অবশ্য আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। তবে উল্লেখযোগ্য কনষ্টাস এবং ভিরাট কোহলির মধ্যে দশম ওভারের সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
মোহাম্মদ সিরাজের করা শেষ বলে রান নিয়ে ওভার শেষ করে কনষ্টাস। বিপরীত প্রান্তের ব্যাটার ওসমান খাজার দিকে গ্লাভস খুলতে, খুলতে এগিয়ে যাবার সময় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি।
অন্য দিক থেকে গতিপথ বদলে কনষ্টাসের কাঁধে ধাক্কা দেন কোহলি।
দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কিছুসময়। বিপরীত দিক থেকে উসমান খাজা এসে দুজনকে শান্ত করেন। ততোক্ষণে দুই আম্পায়ার এসে বাকীটা সামলে নেন।
এই ঘটনা নিয়ে ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দেয়া মাইকেল ভন বলেছেন সর্বকালের সেরাদের একজন ভিরাট কোহলির এমন ব্যবহার তাকে পরবর্তীতে যথেষ্ট ভাবাবে।
ভারতের কিংবদন্তী সুনীল গাভাস্কার মন্তব্য করেছেন কেউ একজন সরে গেলে এমনটা হতো না। সরে গেলে কেউ ছোট হয়ে যেত না।
দিনশেষে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১১ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে। স্যাম কনষ্টাস ৬০, উসমান খাজা ৫৮, মারনাস লাবুশেন ৭২ রান করে আউট হন। স্টিভেন স্মিথ ৬৮ রান করে অপরাজিত। জাসপ্রীত বুমরাহ ৭৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
ভারত অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোর্নে অনুষ্ঠিত বোর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট। এমনিতেই খেলা শুরুর আগে নানান বির্তকের কারনে আগুন প্রায়। তার ওপর সিরিজে ১-১ সমতায় দুই দল।এই টেস্টে যারা জয়ী হবে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলার ক্ষেত্রে সে দল নিসন্দেহে এগিয়ে থাকবে। সিরিজে পরাজিত দলটি বাদ পড়ার শংকায়।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে ডেব্যু হলো স্যাম কনষ্টাসের। ইনিংস উদ্বোধন করতে নেমে পৃথিবীর এখনকার সেরা বোলার বুমরাহকে মোকাবেলা করতে হলো প্রথম ১৮ বল। সংগ্রহ করতে পারলেন মোটে ২ রান।
১৯ বছর বয়সী এই অজি ক্রিকেটার বুমরাহ পরের ওভার গুলোতে দৃশ্যপট বদলে দিলেন। ম্যাচের সপ্তম এবং বুমরাহ চতুর্থ ওভারে স্কুপ করে ৬ এবং চারের সাহায্যে নিলেন ১৪ রান। বুমরাহও রেকর্ড করলেন, তার টেস্ট ক্যারিয়ারে মাত্র তৃতীয় বার এক ওভারে দিলেন ১৪ রানের বেশি।
ব্যক্তিগত পঞ্চম এ দলীয় নবম ওভারে তো মোটা দাগে রেকর্ড উপহার দিলেন বুমরাহকে, ১ ছক্কা ২ চারে ১৮ রান নিলেন এক ওভারে। ৪৪ টেস্টের রাজকীয় ক্যারিয়ারে এর আগে এরচেয়ে বেশি রান কখনোই দেননি বুমরাহ।
৫২ বলে অর্ধশতক করেন স্যাম কনষ্টাস। তবে পরে ৬৫ বলে ৬০ রান করে জাদেজার বলে এলবিডব্লিউর ফাঁদে পরে আউট হন। স্যাম কনষ্টাসের স্ট্রাইক রেট ৯০ দশমিক ৩০। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ব্যাটিং করে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড গড়েন তিনি। ভারতের বিপক্ষে করা এই রেকর্ড করতে তিনি আরেক ভারতীয় পৃথভি শ্বর রেকর্ড ভেঙেছেন।
চতুর্থ টেস্টের প্রথম দিন অবশ্য আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। তবে উল্লেখযোগ্য কনষ্টাস এবং ভিরাট কোহলির মধ্যে দশম ওভারের সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
মোহাম্মদ সিরাজের করা শেষ বলে রান নিয়ে ওভার শেষ করে কনষ্টাস। বিপরীত প্রান্তের ব্যাটার ওসমান খাজার দিকে গ্লাভস খুলতে, খুলতে এগিয়ে যাবার সময় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি।
অন্য দিক থেকে গতিপথ বদলে কনষ্টাসের কাঁধে ধাক্কা দেন কোহলি।
দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কিছুসময়। বিপরীত দিক থেকে উসমান খাজা এসে দুজনকে শান্ত করেন। ততোক্ষণে দুই আম্পায়ার এসে বাকীটা সামলে নেন।
এই ঘটনা নিয়ে ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দেয়া মাইকেল ভন বলেছেন সর্বকালের সেরাদের একজন ভিরাট কোহলির এমন ব্যবহার তাকে পরবর্তীতে যথেষ্ট ভাবাবে।
ভারতের কিংবদন্তী সুনীল গাভাস্কার মন্তব্য করেছেন কেউ একজন সরে গেলে এমনটা হতো না। সরে গেলে কেউ ছোট হয়ে যেত না।
দিনশেষে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১১ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে। স্যাম কনষ্টাস ৬০, উসমান খাজা ৫৮, মারনাস লাবুশেন ৭২ রান করে আউট হন। স্টিভেন স্মিথ ৬৮ রান করে অপরাজিত। জাসপ্রীত বুমরাহ ৭৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।