বড় দিনের উৎসব শেষ করে এসেও ভাগ্য বদলাতে পারেনি ম্যানচেস্টার সিটি। বক্সিং ডে-তে ড্র করেছে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষের সাথে। নিজেদের মাঠ ইত্তিহাদে ১-১ গোলে ড্র করেছে এভারটনের সাথে।
সবশেষ ১৩ ম্যাচের ১২ টিতেই পয়েন্ট হারিয়েছে টানা চার বারের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লীগে সবশেষ চার ম্যাচের চারটিতে হারিয়েছে পয়েন্ট, পায়নি জয়। এমন অবস্থায় পরের বছর চ্যাম্পিয়নস লিগে খেলার শংকা দিন দিন বেড়ে চলছে।
ইত্তিহাদে আজকের ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে গিয়েছিল সিটি। জেরেমি ডোর্কোর অ্যাসিস্ট থেকে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে ছিলো সিটি। কিন্তু সে গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচের ৩৬ মিনিটের সময় জোরালো আক্রমণে ইলিমান এনদিয়ায়ে গোল করলে ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে কয়েকটি গোছালো আক্রমণে এভারটনের রক্ষনে বার বার আঘাত করেছিল সিটি। ম্যাচের ৫১ মিনিটের সময় সিটির স্যাভেনিওকে বক্সের ভিতরে ফেলে দিলে রেফারি পেনাল্টি কল করে।
পেনাল্টি নিতে আসেন হাল্যান্ড। সময়ও নিয়েছেন খানিক শট নেয়ার জন্য। কিন্তু তার শট ফিরিয়ে দেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। হতাশায় কিছুসময় মুখ লুকিয়ে রাখেন। পরে কি যেন বিড়বিড়িয়ে বললেন হাল্যান্ড। হয়তো বুঝাতে চেয়েছেন বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। নয়তো দলের এই করুন মূহুর্তে তিনি পেনাল্টি মিস করবেন কেনো!
এই ড্র তে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের সাতে নেমে গেলো। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এভারটনের পয়েন্ট ১৭ ম্যাচে ১৭, পয়েন্ট টেবিলের ১৫ তম অবস্থানে তারা। সবার ওপরে উড়তে থাকা লিভারপুলের পয়েন্ট ১৬ খেলায় ৩৯।
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
বড় দিনের উৎসব শেষ করে এসেও ভাগ্য বদলাতে পারেনি ম্যানচেস্টার সিটি। বক্সিং ডে-তে ড্র করেছে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষের সাথে। নিজেদের মাঠ ইত্তিহাদে ১-১ গোলে ড্র করেছে এভারটনের সাথে।
সবশেষ ১৩ ম্যাচের ১২ টিতেই পয়েন্ট হারিয়েছে টানা চার বারের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লীগে সবশেষ চার ম্যাচের চারটিতে হারিয়েছে পয়েন্ট, পায়নি জয়। এমন অবস্থায় পরের বছর চ্যাম্পিয়নস লিগে খেলার শংকা দিন দিন বেড়ে চলছে।
ইত্তিহাদে আজকের ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে গিয়েছিল সিটি। জেরেমি ডোর্কোর অ্যাসিস্ট থেকে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে ছিলো সিটি। কিন্তু সে গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচের ৩৬ মিনিটের সময় জোরালো আক্রমণে ইলিমান এনদিয়ায়ে গোল করলে ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে কয়েকটি গোছালো আক্রমণে এভারটনের রক্ষনে বার বার আঘাত করেছিল সিটি। ম্যাচের ৫১ মিনিটের সময় সিটির স্যাভেনিওকে বক্সের ভিতরে ফেলে দিলে রেফারি পেনাল্টি কল করে।
পেনাল্টি নিতে আসেন হাল্যান্ড। সময়ও নিয়েছেন খানিক শট নেয়ার জন্য। কিন্তু তার শট ফিরিয়ে দেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। হতাশায় কিছুসময় মুখ লুকিয়ে রাখেন। পরে কি যেন বিড়বিড়িয়ে বললেন হাল্যান্ড। হয়তো বুঝাতে চেয়েছেন বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। নয়তো দলের এই করুন মূহুর্তে তিনি পেনাল্টি মিস করবেন কেনো!
এই ড্র তে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের সাতে নেমে গেলো। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এভারটনের পয়েন্ট ১৭ ম্যাচে ১৭, পয়েন্ট টেবিলের ১৫ তম অবস্থানে তারা। সবার ওপরে উড়তে থাকা লিভারপুলের পয়েন্ট ১৬ খেলায় ৩৯।