প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সফর করছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ১২টায় নিগার সুলতানা জ্যোতির দল মাঠে নামবে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক জ্যোতি।
প্রথম ওয়ানডের আগে আজ বিসিবি প্রকাশিত ভিডিওতে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘আমাদের সবার জন্যই এটা গুরুত্বপূর্ণ। কিছু পয়েন্ট নিয়ে ওয়ানডে বিশ্বকাপে যেতে এটি খুবই ভালো একটি সুযোগ। কেউই কোয়ালিফায়ার রাউন্ডে যেতে চায়না, আমরাও চাই না। আমরা এখানকার সুযোগটা কাজে লাগাতে চাই। আমাদের ভালো দল হয়েছে, সুযোগ আছে কিছু পয়েন্ট আদায় করে নেওয়ার। মেয়েরাও জয়ের জন্য অপেক্ষা করছে। আমি সামনের দিনগুলোয় ভালো কিছুর অপেক্ষায় আছি।’
ওয়ানডে বিশ্বকাপে খেলতে সিরিজটিকে টার্গেট করছেন জ্যোতি, ‘আমরা এখানে দু’দিন অনুশীলনের সুযোগ পেয়েছি এবং মেয়েরা এখানে অনেক ভালোভাবেই সেই সুযোগ কাজে লাগাচ্ছে। সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর মূল্য আমরা বুঝতে পারছি। আমাদের ওডিআই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হবে। তাই সিরিজটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের ফোকাস পুরোটা ওডিআই সিরিজকে ঘিরেই।’
নিজের সতীর্থদের নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে, নির্দিষ্ট দিনে সেটি বাস্তবায়ন করতে চাই। আমাদের প্রত্যেক প্লেয়ারের আলাদা আলাদা প্ল্যান আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি যা এখানে প্রকাশ করা যাবে না। আমাদের ভালো বোলার আছে, টপ অর্ডার ব্যাটার আছে। দেখার অপেক্ষায় আছি তারা দলে কীভাবে ভূমিকা রাখে।’
প্রসঙ্গত, আজ সিরিজের প্রথম ওয়ানডে হবে সেন্ট কিটসে। একই ভেন্যুতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। পরবর্তী দুই ওয়ানডে হবে ২১ ও ২৪ জানুয়ারি। এরপর যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা মুখোমুখি হবে।
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সফর করছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ১২টায় নিগার সুলতানা জ্যোতির দল মাঠে নামবে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক জ্যোতি।
প্রথম ওয়ানডের আগে আজ বিসিবি প্রকাশিত ভিডিওতে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘আমাদের সবার জন্যই এটা গুরুত্বপূর্ণ। কিছু পয়েন্ট নিয়ে ওয়ানডে বিশ্বকাপে যেতে এটি খুবই ভালো একটি সুযোগ। কেউই কোয়ালিফায়ার রাউন্ডে যেতে চায়না, আমরাও চাই না। আমরা এখানকার সুযোগটা কাজে লাগাতে চাই। আমাদের ভালো দল হয়েছে, সুযোগ আছে কিছু পয়েন্ট আদায় করে নেওয়ার। মেয়েরাও জয়ের জন্য অপেক্ষা করছে। আমি সামনের দিনগুলোয় ভালো কিছুর অপেক্ষায় আছি।’
ওয়ানডে বিশ্বকাপে খেলতে সিরিজটিকে টার্গেট করছেন জ্যোতি, ‘আমরা এখানে দু’দিন অনুশীলনের সুযোগ পেয়েছি এবং মেয়েরা এখানে অনেক ভালোভাবেই সেই সুযোগ কাজে লাগাচ্ছে। সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর মূল্য আমরা বুঝতে পারছি। আমাদের ওডিআই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হবে। তাই সিরিজটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের ফোকাস পুরোটা ওডিআই সিরিজকে ঘিরেই।’
নিজের সতীর্থদের নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে, নির্দিষ্ট দিনে সেটি বাস্তবায়ন করতে চাই। আমাদের প্রত্যেক প্লেয়ারের আলাদা আলাদা প্ল্যান আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি যা এখানে প্রকাশ করা যাবে না। আমাদের ভালো বোলার আছে, টপ অর্ডার ব্যাটার আছে। দেখার অপেক্ষায় আছি তারা দলে কীভাবে ভূমিকা রাখে।’
প্রসঙ্গত, আজ সিরিজের প্রথম ওয়ানডে হবে সেন্ট কিটসে। একই ভেন্যুতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। পরবর্তী দুই ওয়ানডে হবে ২১ ও ২৪ জানুয়ারি। এরপর যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা মুখোমুখি হবে।