তারা বর্তমান চ্যাম্পিয়। তবে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে খুব একটা সুবিধা করতে পারেনি রেয়াল মাদ্রিদ। শেষ ষোলোর লড়াইয়ে সেরা আটে নেই বর্তমান চ্যাপিয়ন। তবে তাদেরকে চ্যাম্পিয়নস লিগের রাজা বলা হয়।
বুধবার রাতে ব্রেস্তের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের পরও সেরা আটে জায়গা হয়নি রেয়ালের। পয়েন্ট টেবিলের ১১ তম অবস্থানে থেকে খেলতে হবে প্লে অফ। শেষ ষোলোর লড়াইয়ে পয়েন্ট টেবিলের সেরা ৮ দল সরাসরি চলে গেলো রাউন্ড অফ সিক্সটিনে। বাকী ৮ দল নির্ধারিত হবে নবম থেকে ২৪তম দলের মধ্যে।
বুধবারের ম্যাচে ২৭ এবং ৭৮ মিনিটে গোল করেন রদ্রিগো এবং বাকী গোলটি করেন জুড বেলিংহাম ৫৬ মিনিটের সময়।
ম্যানসিটি জিতেছে গতকাল ক্লাব ব্রুহার বিরুদ্ধে। ১-০ গোলে পিছিয়ে থেকেও তারা জয় পেয়েছে ৩-১ গোলে। পুরো টুর্নামেন্টে নড়বড়ে থেকেও অবশেষে তারা জায়গা করে নিয়েছে প্লে-অফে।
লিভারপুলের জন্য বুধবারের ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। পিএসভির সাথে তারা ৩-২ গোলে হারার পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে।
বার্সেলোনা সুযোগ নিতে পারেনি। তারা ড্র করেছে আতালান্তার সাথে ২-২ গোলে। জয় পেলে সুযোগ ছিলো শীর্ষে ওঠার।
বুরুশিয়া ডর্টমুন্ড কোচ পরিবর্তন করে জিতেছে ৩-১ গোলে শাখতার দোনেৎস্কের সাথে। পয়েন্ট টেবিলের দশে থেকে গতবারের রানারআপ দলটিকেও খেলতে হবে প্লে-অফ।
আরেক জায়ান্ট বায়ার্ন মিউনিখকেও খেলতে হবে প্লে-অফ। বুধবার স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে যদিও তারা জয় পেয়েছে ৩-১ ব্যবধানে।পয়েন্ট টেবিলে বার্য়ান রয়েছে ১২ নম্বরে।
সরাসরি শেষ আটের দলগুলো হল
১.লিভারপুল
২.বার্সেলোনা
৩.আর্সেনাল
৪.ইন্টার মিলান
৫.অ্যাতলেতিকো মাদ্রিদ
৬.লেভারকুজেন
৭.লিল
৮.অ্যাস্টন ভিলা
বুধবারের ম্যাচের ফলাফল
ডর্টমুন্ড ৩-১ শাখতার দোনেৎস্ক
বার্য়ান মিউনিখ ৩-১ স্লোভান ব্রাতিস্লাভা
পিএসভি ৩-২ লিভারপুল
লেভারকুজেন ২-০ স্পার্তা প্রাগ
বার্সেলোনা ২-২আতালান্তা
জিরোনা ১-২ আর্সেনাল
ব্রেস্ত ০-৩ রেয়াল মাদ্রিদ
ইয়াং বয়েজ ০-১ রেড স্টার
ম্যানসিটি ৩-১ ক্লাব ব্রুহা
লিল ৬-১ফেইনুর্ড
অ্যাস্টন ভিলা ৪-২ সেল্টিক
য়ুভেন্তুস ০-২ বেনফিকা
দিনামো জাগরেব ২-১ এসি মিলান
ইন্টার মিলান ৩-০ মোনাকো
সালজবুর্গ ১-৪ অ্যাতলেতিকো মাদ্রিদ
লিসবন ১-১ বোলোনা
স্টুটগার্ট ১-৪ পিএসজি
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫
তারা বর্তমান চ্যাম্পিয়। তবে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে খুব একটা সুবিধা করতে পারেনি রেয়াল মাদ্রিদ। শেষ ষোলোর লড়াইয়ে সেরা আটে নেই বর্তমান চ্যাপিয়ন। তবে তাদেরকে চ্যাম্পিয়নস লিগের রাজা বলা হয়।
বুধবার রাতে ব্রেস্তের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের পরও সেরা আটে জায়গা হয়নি রেয়ালের। পয়েন্ট টেবিলের ১১ তম অবস্থানে থেকে খেলতে হবে প্লে অফ। শেষ ষোলোর লড়াইয়ে পয়েন্ট টেবিলের সেরা ৮ দল সরাসরি চলে গেলো রাউন্ড অফ সিক্সটিনে। বাকী ৮ দল নির্ধারিত হবে নবম থেকে ২৪তম দলের মধ্যে।
বুধবারের ম্যাচে ২৭ এবং ৭৮ মিনিটে গোল করেন রদ্রিগো এবং বাকী গোলটি করেন জুড বেলিংহাম ৫৬ মিনিটের সময়।
ম্যানসিটি জিতেছে গতকাল ক্লাব ব্রুহার বিরুদ্ধে। ১-০ গোলে পিছিয়ে থেকেও তারা জয় পেয়েছে ৩-১ গোলে। পুরো টুর্নামেন্টে নড়বড়ে থেকেও অবশেষে তারা জায়গা করে নিয়েছে প্লে-অফে।
লিভারপুলের জন্য বুধবারের ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। পিএসভির সাথে তারা ৩-২ গোলে হারার পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে।
বার্সেলোনা সুযোগ নিতে পারেনি। তারা ড্র করেছে আতালান্তার সাথে ২-২ গোলে। জয় পেলে সুযোগ ছিলো শীর্ষে ওঠার।
বুরুশিয়া ডর্টমুন্ড কোচ পরিবর্তন করে জিতেছে ৩-১ গোলে শাখতার দোনেৎস্কের সাথে। পয়েন্ট টেবিলের দশে থেকে গতবারের রানারআপ দলটিকেও খেলতে হবে প্লে-অফ।
আরেক জায়ান্ট বায়ার্ন মিউনিখকেও খেলতে হবে প্লে-অফ। বুধবার স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে যদিও তারা জয় পেয়েছে ৩-১ ব্যবধানে।পয়েন্ট টেবিলে বার্য়ান রয়েছে ১২ নম্বরে।
সরাসরি শেষ আটের দলগুলো হল
১.লিভারপুল
২.বার্সেলোনা
৩.আর্সেনাল
৪.ইন্টার মিলান
৫.অ্যাতলেতিকো মাদ্রিদ
৬.লেভারকুজেন
৭.লিল
৮.অ্যাস্টন ভিলা
বুধবারের ম্যাচের ফলাফল
ডর্টমুন্ড ৩-১ শাখতার দোনেৎস্ক
বার্য়ান মিউনিখ ৩-১ স্লোভান ব্রাতিস্লাভা
পিএসভি ৩-২ লিভারপুল
লেভারকুজেন ২-০ স্পার্তা প্রাগ
বার্সেলোনা ২-২আতালান্তা
জিরোনা ১-২ আর্সেনাল
ব্রেস্ত ০-৩ রেয়াল মাদ্রিদ
ইয়াং বয়েজ ০-১ রেড স্টার
ম্যানসিটি ৩-১ ক্লাব ব্রুহা
লিল ৬-১ফেইনুর্ড
অ্যাস্টন ভিলা ৪-২ সেল্টিক
য়ুভেন্তুস ০-২ বেনফিকা
দিনামো জাগরেব ২-১ এসি মিলান
ইন্টার মিলান ৩-০ মোনাকো
সালজবুর্গ ১-৪ অ্যাতলেতিকো মাদ্রিদ
লিসবন ১-১ বোলোনা
স্টুটগার্ট ১-৪ পিএসজি