ক্যারিবিয় সিরিজে শুরু থেকেই ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিলো না বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে কয়েকটা পরিবর্তন করেও বদল হয়নি ব্যাটিং ব্যর্থতার। প্রথমে ব্যাট করে ভাল রান করতে পারলোনা যাতে প্রতিদিবন্দ্বিতা করা যায়। তারপরও ১৮.৩ ওভার পর্যন্ত খেলা নিয়ে যাওয়া বাংলাদেশের বোলারদের সফলতাই বলতে হবে।
টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছিলো। তৃতীয় ম্যাচে হার এড়াতে পারলে হোয়াইট ওয়াশ এড়ানো যেতো। কিন্তু তা আর হয়নি। আজ ভোরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করে নিদিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান করে বাংলাদেশের মেয়েরা।
জবাবে ক্যারিবিয় মেয়েরা ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেলে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ।
শুরুতে ব্যাটিং খারাপ হয়নি বাংলাদেশের। ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে চারটি বাউন্ডারি পেয়ে শুভ সূচনাই করেছিল বাংলাদেশ। তিনটা বাউন্ডারিই আসে একাদশে সুযোগ পাওয়া মুর্শিদা খাতুনের ব্যাট থেকে।
বেশি সময় টিকতে পারেননি তিনি ১২ বলে ১৩ রান করে ফিরে আসেন মুর্শিদা।
তবে দিলারা আক্রমন থামাননি। পরের ওভারে দুইটি বাউন্ডারি মেরে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন।
কিন্তু সেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। মুর্শিদাকে আউট করেন গ্লাসকো। আর সেই গ্লাসকোই দিলারাকেও ফেরান। দিলারা ১৬ বলে ২১ রান করে আউট হলে পরের ব্যাটাররা আর তেমন সুবিধা করতে পারেনি। পরে শারমিন আক্তার ১০ বলে ৬ রান করেন।
ভালো কিছুর আশায় একাদশে ফিরিয়ে আনা তাজ নেহার ১০ বলে ১০ রান করে আউট হলে আরো বিপদে পড়ে স্বাগতিকরা।
বাংলাদেশ দলের কাপ্তান নিগার সুলতানা দেখেশুনে সর্তক ব্যাটিং করে দলকে ২০ ওভার খেলাতে মনোযোগী ছিলেন। তার ব্যাট থেকে ৪৩ বলে ৩৩ রান আসে। বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করতে পারে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা শুরুতে উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে গেলেও ব্যাটিং একাদশে প্রমোশন পাওয়া গ্লাসকো ২৮ বলে ২৫ রান এবং শাবিকা গানজাবি ২৫ বলে ২৭ রান করলে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
টি টুয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে না পারলেও ওয়ানডেতে ২-১ ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ এড়িয়ে ছিলো বাংলাদেশ। বলা চলে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে ভুলে যাবার মতো একটি সফর শেষ করলো বাংলার বাঘিনীরা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
বাংলাদেশঃ ২০ ওভারে ১০৪/৮
(দিলারা ২১, মুর্শিদা ১৩, নিগার ৩৩
গ্লাসকো ১৫/৩,জাইদা ৭/১, মুনিশার ৯/১)
ওয়েস্ট ইন্ডিজঃ ১৮.৩ ওভারে ১০৫/৫
(গ্লাসকো ২৫,শাবিকা ২৭, জাইদা ১৪
নিগার সুলতানা ৩০/২, ফাহিমা ১৪/২, রাবেয়া ১২/১)
ফলাফল :ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ তে জয়ী
ম্যাচসেরা :জেনেলিয়া গ্লাসকো
সিরিজ সেরা :ড্রেন্ডা ডটিন
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫
ক্যারিবিয় সিরিজে শুরু থেকেই ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিলো না বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে কয়েকটা পরিবর্তন করেও বদল হয়নি ব্যাটিং ব্যর্থতার। প্রথমে ব্যাট করে ভাল রান করতে পারলোনা যাতে প্রতিদিবন্দ্বিতা করা যায়। তারপরও ১৮.৩ ওভার পর্যন্ত খেলা নিয়ে যাওয়া বাংলাদেশের বোলারদের সফলতাই বলতে হবে।
টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছিলো। তৃতীয় ম্যাচে হার এড়াতে পারলে হোয়াইট ওয়াশ এড়ানো যেতো। কিন্তু তা আর হয়নি। আজ ভোরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করে নিদিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান করে বাংলাদেশের মেয়েরা।
জবাবে ক্যারিবিয় মেয়েরা ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেলে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ।
শুরুতে ব্যাটিং খারাপ হয়নি বাংলাদেশের। ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে চারটি বাউন্ডারি পেয়ে শুভ সূচনাই করেছিল বাংলাদেশ। তিনটা বাউন্ডারিই আসে একাদশে সুযোগ পাওয়া মুর্শিদা খাতুনের ব্যাট থেকে।
বেশি সময় টিকতে পারেননি তিনি ১২ বলে ১৩ রান করে ফিরে আসেন মুর্শিদা।
তবে দিলারা আক্রমন থামাননি। পরের ওভারে দুইটি বাউন্ডারি মেরে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন।
কিন্তু সেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। মুর্শিদাকে আউট করেন গ্লাসকো। আর সেই গ্লাসকোই দিলারাকেও ফেরান। দিলারা ১৬ বলে ২১ রান করে আউট হলে পরের ব্যাটাররা আর তেমন সুবিধা করতে পারেনি। পরে শারমিন আক্তার ১০ বলে ৬ রান করেন।
ভালো কিছুর আশায় একাদশে ফিরিয়ে আনা তাজ নেহার ১০ বলে ১০ রান করে আউট হলে আরো বিপদে পড়ে স্বাগতিকরা।
বাংলাদেশ দলের কাপ্তান নিগার সুলতানা দেখেশুনে সর্তক ব্যাটিং করে দলকে ২০ ওভার খেলাতে মনোযোগী ছিলেন। তার ব্যাট থেকে ৪৩ বলে ৩৩ রান আসে। বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করতে পারে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা শুরুতে উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে গেলেও ব্যাটিং একাদশে প্রমোশন পাওয়া গ্লাসকো ২৮ বলে ২৫ রান এবং শাবিকা গানজাবি ২৫ বলে ২৭ রান করলে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
টি টুয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে না পারলেও ওয়ানডেতে ২-১ ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ এড়িয়ে ছিলো বাংলাদেশ। বলা চলে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে ভুলে যাবার মতো একটি সফর শেষ করলো বাংলার বাঘিনীরা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
বাংলাদেশঃ ২০ ওভারে ১০৪/৮
(দিলারা ২১, মুর্শিদা ১৩, নিগার ৩৩
গ্লাসকো ১৫/৩,জাইদা ৭/১, মুনিশার ৯/১)
ওয়েস্ট ইন্ডিজঃ ১৮.৩ ওভারে ১০৫/৫
(গ্লাসকো ২৫,শাবিকা ২৭, জাইদা ১৪
নিগার সুলতানা ৩০/২, ফাহিমা ১৪/২, রাবেয়া ১২/১)
ফলাফল :ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ তে জয়ী
ম্যাচসেরা :জেনেলিয়া গ্লাসকো
সিরিজ সেরা :ড্রেন্ডা ডটিন