সিনিয়র নারী ফুটবলারদের ক্যাম্প বর্জন
সাবিনা-মাসুরারা প্রধান কোচ পিটার বাটলারকে বয়কট করেছেন। তবে ইংলিশ কোচ অবশিষ্ট যেসব খেলোয়াড় আছেন, তাদের নিয়েই মাঠের অনুশীলন শুরু করে দিয়েছেন।
শুরুতে বাফুফে ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। এর মধ্যে আনাই মগিনি যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে ১৩ জন বাটলারের অধীনে প্রথম মাঠের অনুশীলন যোগ দিয়েছেন। রিপা, আফইদা, আইরিন, কোহাতি কিসকু, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, প্রান্তী, সুরমা ও প্রীতি অনুশীলনে এসেছেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলার মধ্যেই শনিবার ১ফেব্রুয়ারি ২০২৫ সকালে মাঠে ১৩ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন করান ইংলিশ কোচ বাটলার।
পরে বাফুফে ভবন ছাড়ার সময় তিনি চলমান পরিস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে ধারণা নেই। কোনো আগ্রহও নেই। পেশাদার দৃষ্টিতে আমি কাজ করে যাচ্ছি। যারা অনুশীলনে আসছে তাদের নিয়ে কাজ চলমান থাকবে।’
সামনের সময়ে অনুশীলন পরিকল্পনা নিয়ে কোচের মন্তব্য, ‘অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়েরা অনুশীলনে যোগ দিচ্ছে। আমি আশাবাদী সামনে তার দেশকে সার্ভিস দেবে।’
বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ শনিবার বাফুফে ভবনে সাংবাদিকদের বলেন, ‘মেয়েদের ক্যাম্পে ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবশ্যই চাই মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে। এটাই আমাদের চাওয়া। এর বাইরে আর চাওয়া নেই। সেটা নিয়ে অনবরত আমরা কাজ করে যাচ্ছি। তাদের বোঝানোর চেষ্টা করছি।’
শনিবার নিয়মিত মুখদের অনুশীলনে না পাওয়া নিয়ে হতাশার কথা জানান কোচদের একজন। পরিস্থিতিতে তিনি অবশ্য নাম প্রকাশ করতে চাইলেন না। জানান, দ্রুত সমস্যা সমাধানের আশাবাদী।
‘এতগুলো মেয়েকে অনুশীলনে দেখতে না পাওয়াটা আমাদের জন্য অবশ্যই কষ্টের, কিন্তু আমাদের কী করার আছে। আশা করি, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে, সবাই অনুশীলনে ফিরবে। যারা আজ (শনিবার) ট্রেনিংয়ে ছিল, তাদের নিয়ে পিটার টেকটিক্যাল সেশনও করিয়েছেন। কেননা, এই ফেব্রুয়ারিতেই ম্যাচ আছে আমাদের।’
চলতি মাসের শেষে এবং মার্চের শুরুতে আরব আমিরাতে বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই ম্যাচগুলো দিয়েই গত অক্টোবরে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আন্তর্জাতিক আঙিনায় ফিরবে মেয়েরা।
এদিকে নারী ফুটবল দলের ১৮ জন খেলোয়াড়ের পিটার অধীনে অনুশীলন বয়কট করার ইস্যুর সমাধানে কমিটি করে দিয়েছে বাফুফে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
সিনিয়র নারী ফুটবলারদের ক্যাম্প বর্জন
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫
সাবিনা-মাসুরারা প্রধান কোচ পিটার বাটলারকে বয়কট করেছেন। তবে ইংলিশ কোচ অবশিষ্ট যেসব খেলোয়াড় আছেন, তাদের নিয়েই মাঠের অনুশীলন শুরু করে দিয়েছেন।
শুরুতে বাফুফে ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। এর মধ্যে আনাই মগিনি যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে ১৩ জন বাটলারের অধীনে প্রথম মাঠের অনুশীলন যোগ দিয়েছেন। রিপা, আফইদা, আইরিন, কোহাতি কিসকু, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, প্রান্তী, সুরমা ও প্রীতি অনুশীলনে এসেছেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলার মধ্যেই শনিবার ১ফেব্রুয়ারি ২০২৫ সকালে মাঠে ১৩ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন করান ইংলিশ কোচ বাটলার।
পরে বাফুফে ভবন ছাড়ার সময় তিনি চলমান পরিস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে ধারণা নেই। কোনো আগ্রহও নেই। পেশাদার দৃষ্টিতে আমি কাজ করে যাচ্ছি। যারা অনুশীলনে আসছে তাদের নিয়ে কাজ চলমান থাকবে।’
সামনের সময়ে অনুশীলন পরিকল্পনা নিয়ে কোচের মন্তব্য, ‘অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়েরা অনুশীলনে যোগ দিচ্ছে। আমি আশাবাদী সামনে তার দেশকে সার্ভিস দেবে।’
বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ শনিবার বাফুফে ভবনে সাংবাদিকদের বলেন, ‘মেয়েদের ক্যাম্পে ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবশ্যই চাই মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে। এটাই আমাদের চাওয়া। এর বাইরে আর চাওয়া নেই। সেটা নিয়ে অনবরত আমরা কাজ করে যাচ্ছি। তাদের বোঝানোর চেষ্টা করছি।’
শনিবার নিয়মিত মুখদের অনুশীলনে না পাওয়া নিয়ে হতাশার কথা জানান কোচদের একজন। পরিস্থিতিতে তিনি অবশ্য নাম প্রকাশ করতে চাইলেন না। জানান, দ্রুত সমস্যা সমাধানের আশাবাদী।
‘এতগুলো মেয়েকে অনুশীলনে দেখতে না পাওয়াটা আমাদের জন্য অবশ্যই কষ্টের, কিন্তু আমাদের কী করার আছে। আশা করি, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে, সবাই অনুশীলনে ফিরবে। যারা আজ (শনিবার) ট্রেনিংয়ে ছিল, তাদের নিয়ে পিটার টেকটিক্যাল সেশনও করিয়েছেন। কেননা, এই ফেব্রুয়ারিতেই ম্যাচ আছে আমাদের।’
চলতি মাসের শেষে এবং মার্চের শুরুতে আরব আমিরাতে বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই ম্যাচগুলো দিয়েই গত অক্টোবরে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আন্তর্জাতিক আঙিনায় ফিরবে মেয়েরা।
এদিকে নারী ফুটবল দলের ১৮ জন খেলোয়াড়ের পিটার অধীনে অনুশীলন বয়কট করার ইস্যুর সমাধানে কমিটি করে দিয়েছে বাফুফে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।