বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ
গত কয়েক দিন ধরেই ক্রিকেট পাড়ায় গুজন, চলমান বিপিএলে একাধিক ম্যাচ পাতানো হয়েছে। যে ঘটনায় জড়িত একাধিক দেশি ক্রিকেটার। এসবের মধ্যে শনিবার ১ফেব্রুয়ারি ২০২৫ সকালে দেশের এক গণমাধ্যমের খবরে বিসিবির সূত্রের বরাত দিয়ে বলা হয়, ফিক্সিংয়ের অভিযোগ থাকায় এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সন্ধ্যায় এক বিবৃতিতে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরটিকে ভিত্তিহীন বলেছে বিসিবি। সেখানে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বোর্ড। তাই এমন কোনো কর্মকা- ঘটলে সব ধরনের ব্যবস্থা নেবে তারা। বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘বিসিবি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলমান আসরে দুর্বার রাজশাহী দলের সদস্য ক্রিকেটার এনামুল হক বিজয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত বিষয়ে, বিশেষ করে দুর্নীতিবিরোধী বিধি সম্পর্কিত বিষয়ের কারণে ‘দেশের বাইরে ভ্রমণ বা দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞার’ সম্মুখীন করেছেন। বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিসিবির জানা নেই এবং আনুষ্ঠানিকভাবে তার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে- এমন কোনো বিজ্ঞপ্তিও বিসিবি দেয়নি।’
একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে বিবৃতিতে বিসিবি বলেছে, ‘বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো পরিচালনা করছে। এরই অংশ হিসেবে, দুর্নীতিবিরোধী ইউনিট এর তদন্ত কার্যক্রমে সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিসিবি একটি ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশে খেলাধুলার সততা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত থাকবে।’
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫
গত কয়েক দিন ধরেই ক্রিকেট পাড়ায় গুজন, চলমান বিপিএলে একাধিক ম্যাচ পাতানো হয়েছে। যে ঘটনায় জড়িত একাধিক দেশি ক্রিকেটার। এসবের মধ্যে শনিবার ১ফেব্রুয়ারি ২০২৫ সকালে দেশের এক গণমাধ্যমের খবরে বিসিবির সূত্রের বরাত দিয়ে বলা হয়, ফিক্সিংয়ের অভিযোগ থাকায় এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সন্ধ্যায় এক বিবৃতিতে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরটিকে ভিত্তিহীন বলেছে বিসিবি। সেখানে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বোর্ড। তাই এমন কোনো কর্মকা- ঘটলে সব ধরনের ব্যবস্থা নেবে তারা। বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘বিসিবি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলমান আসরে দুর্বার রাজশাহী দলের সদস্য ক্রিকেটার এনামুল হক বিজয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত বিষয়ে, বিশেষ করে দুর্নীতিবিরোধী বিধি সম্পর্কিত বিষয়ের কারণে ‘দেশের বাইরে ভ্রমণ বা দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞার’ সম্মুখীন করেছেন। বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিসিবির জানা নেই এবং আনুষ্ঠানিকভাবে তার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে- এমন কোনো বিজ্ঞপ্তিও বিসিবি দেয়নি।’
একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে বিবৃতিতে বিসিবি বলেছে, ‘বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো পরিচালনা করছে। এরই অংশ হিসেবে, দুর্নীতিবিরোধী ইউনিট এর তদন্ত কার্যক্রমে সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিসিবি একটি ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশে খেলাধুলার সততা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত থাকবে।’