তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত কুস্তি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আনসার দল।
পুরুষ বিভাগে তারা পেয়েছে ৭ স্বর্ণ, ২ রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। রানার্স আপ বিজিবি দল পেয়েছে ৩ স্বর্ণ, ৬ রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। তৃতীয় স্থান পাওয়া পুলিশ দল পেয়েছে ১ রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। মহিলা বিভাগে আনসার দল পেয়েছে ১০ স্বর্ণ। রানার্স আপ পুলিশ দল পেয়েছে ৭ রৌপ্য ও ৩ ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। তৃতীয় হওয়া নড়াইল জেলা দল পেয়েছে ২ রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান।
প্রতিযোগিতা শুরুর পূর্বে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সকালে খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী বের করে ফেডারেশন।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত কুস্তি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আনসার দল।
পুরুষ বিভাগে তারা পেয়েছে ৭ স্বর্ণ, ২ রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। রানার্স আপ বিজিবি দল পেয়েছে ৩ স্বর্ণ, ৬ রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। তৃতীয় স্থান পাওয়া পুলিশ দল পেয়েছে ১ রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। মহিলা বিভাগে আনসার দল পেয়েছে ১০ স্বর্ণ। রানার্স আপ পুলিশ দল পেয়েছে ৭ রৌপ্য ও ৩ ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। তৃতীয় হওয়া নড়াইল জেলা দল পেয়েছে ২ রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান।
প্রতিযোগিতা শুরুর পূর্বে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সকালে খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী বের করে ফেডারেশন।