ল্যাথামের অপ. ১১৮ ও ইয়াংয়ের ১০৭ রানের সুবাদে নিউজিল্যান্ডের করা ৩২০/৫ রানের জবাবে এ রিপোর্ট লেখার সময় পাকিস্তান ৩ উইকেট হারিয়ে করে ২৮ ওভারে ১০৪ রান
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে উইল ইয়াং ও টম ল্যাথামের সেঞ্চুরিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ৩২০ রানের স্কোর গড়েছে নিউজিল্যান্ড। ১০৪ বলে অপরাজিত ১১৮ রানের ইনিংসে ল্যাথাম। আর ওপেনার ইয়াং করেন ১০৭ রান। ৩৪ বলে ফিফটি পাওয়া ফিলিপস ৩৯ বলের ইনিংসে করেছেন ৬১ রান। তার ব্যাটে ৩টি চারের সঙ্গে ৪টি ছক্কার মার দেখেছেন করাচির দর্শকেরা।
বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া পাকিস্তানকে প্রথম উইকেটের জন্য ৮ম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবরার আহমেদের বলে বোল্ড হয়ে ১৭ বলে ১০ রানে যখন ফিরে যান ডেভন কনওয়ে, নিউজিল্যান্ডের রান ৩৯। স্কোরবোর্ডে আরও এক রান যুক্ত হতেই দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে কিউইরা।
নাসিম শাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে কেইন উইলিয়ামসন ফিরে যান ১ রানে। ওয়ানডেতে ৩৫ ইনিংস পর তাকে এক অঙ্কে আউট হতে দেখেন সতীর্থরা। দলের হাল ধরার চেষ্টায় ব্যর্থ হন ড্যারিল মিচেল। ডানহাতি এই ব্যাটার ১০ রান করে হারিস রউফের বলে আউট হলে ৭৩ রানে তৃতীয় উইকেট পড়ে যায় কিউইদের।
শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকা ওপেনার ইয়াং তার ফিফটি পান ৫৬ বলে। ২৩তম ওভারে শতরান পেরিয়ে যায় নিউজিল্যান্ড। কিছুটা ধীরগতির পিচে তাদের ইনিংস চলে ধীরলয়ে। ৩৫তম ওভারে ১০৭ বলে ইয়াং বিদেশের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি পান। ওই ওভারেই চতুর্থ উইকেট জুটি শতরান ছাড়িয়ে যায়।
৪১ রানে থাকা অবস্থায় ল্যাথামের ক্যাচ পেয়েছিল পাকিস্তান। কিন্তু মিড উইকেটে রউফের বলে ওঠা ক্যাচটি তালুবন্দী করতে পারেননি সালমান আঘা। এরপর ৬১ বলে ফিফটি পূর্ণ করেন ল্যাথাম। সেঞ্চুরির পর বড় শট খেলতে গিয়ে ১০৭ রান করে আউট হয়ে যান ইয়াং। ১১৩ বলের ইনিংসে তিনি ১টি ছক্কার সঙ্গে মারেন ১২ চার।
২০৭ রান নিয়ে শেষ দশ ওভারে প্রবেশ করে নিউজিল্যান্ড। ল্যাথাম গিয়ার পাল্টিয়ে ৯৫ বলে করেন সেঞ্চুরি। ছয়ে নামা ফিলিপস তার পাওয়ারের প্রদশর্নী দেখিয়ে ৩৪ বলে ফিফটি করেন।
নাসিম ৬৩ রানে ২ উইকেট নিয়ে তার বোলিং শেষ করেন। দুটি উইকেট পেলেও রউফকে খরচ করতে হয় ৮৩ রান। আরেকটি উইকেট পড়েছে আববারের ঝুলিতে।
ল্যাথামের অপ. ১১৮ ও ইয়াংয়ের ১০৭ রানের সুবাদে নিউজিল্যান্ডের করা ৩২০/৫ রানের জবাবে এ রিপোর্ট লেখার সময় পাকিস্তান ৩ উইকেট হারিয়ে করে ২৮ ওভারে ১০৪ রান
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে উইল ইয়াং ও টম ল্যাথামের সেঞ্চুরিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ৩২০ রানের স্কোর গড়েছে নিউজিল্যান্ড। ১০৪ বলে অপরাজিত ১১৮ রানের ইনিংসে ল্যাথাম। আর ওপেনার ইয়াং করেন ১০৭ রান। ৩৪ বলে ফিফটি পাওয়া ফিলিপস ৩৯ বলের ইনিংসে করেছেন ৬১ রান। তার ব্যাটে ৩টি চারের সঙ্গে ৪টি ছক্কার মার দেখেছেন করাচির দর্শকেরা।
বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া পাকিস্তানকে প্রথম উইকেটের জন্য ৮ম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবরার আহমেদের বলে বোল্ড হয়ে ১৭ বলে ১০ রানে যখন ফিরে যান ডেভন কনওয়ে, নিউজিল্যান্ডের রান ৩৯। স্কোরবোর্ডে আরও এক রান যুক্ত হতেই দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে কিউইরা।
নাসিম শাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে কেইন উইলিয়ামসন ফিরে যান ১ রানে। ওয়ানডেতে ৩৫ ইনিংস পর তাকে এক অঙ্কে আউট হতে দেখেন সতীর্থরা। দলের হাল ধরার চেষ্টায় ব্যর্থ হন ড্যারিল মিচেল। ডানহাতি এই ব্যাটার ১০ রান করে হারিস রউফের বলে আউট হলে ৭৩ রানে তৃতীয় উইকেট পড়ে যায় কিউইদের।
শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকা ওপেনার ইয়াং তার ফিফটি পান ৫৬ বলে। ২৩তম ওভারে শতরান পেরিয়ে যায় নিউজিল্যান্ড। কিছুটা ধীরগতির পিচে তাদের ইনিংস চলে ধীরলয়ে। ৩৫তম ওভারে ১০৭ বলে ইয়াং বিদেশের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি পান। ওই ওভারেই চতুর্থ উইকেট জুটি শতরান ছাড়িয়ে যায়।
৪১ রানে থাকা অবস্থায় ল্যাথামের ক্যাচ পেয়েছিল পাকিস্তান। কিন্তু মিড উইকেটে রউফের বলে ওঠা ক্যাচটি তালুবন্দী করতে পারেননি সালমান আঘা। এরপর ৬১ বলে ফিফটি পূর্ণ করেন ল্যাথাম। সেঞ্চুরির পর বড় শট খেলতে গিয়ে ১০৭ রান করে আউট হয়ে যান ইয়াং। ১১৩ বলের ইনিংসে তিনি ১টি ছক্কার সঙ্গে মারেন ১২ চার।
২০৭ রান নিয়ে শেষ দশ ওভারে প্রবেশ করে নিউজিল্যান্ড। ল্যাথাম গিয়ার পাল্টিয়ে ৯৫ বলে করেন সেঞ্চুরি। ছয়ে নামা ফিলিপস তার পাওয়ারের প্রদশর্নী দেখিয়ে ৩৪ বলে ফিফটি করেন।
নাসিম ৬৩ রানে ২ উইকেট নিয়ে তার বোলিং শেষ করেন। দুটি উইকেট পেলেও রউফকে খরচ করতে হয় ৮৩ রান। আরেকটি উইকেট পড়েছে আববারের ঝুলিতে।