শেলটেক দলের উইকেট উদযাপন
গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব নারী ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচেই হেরেছে। জাতীয় দলের একাধিক ক্রিকেটার নিয়ে গড়া শেলটেক ক্রিকেট একাডেমির কাছে ৫৩ রানে পরাজিত তারা। আগে ব্যাটিং করে শেলটেক ২৪৯ রান করে। জবাবে খেলতে নেমে ৪৮.১ ওভারে ১৯৬ রানে থেমে যায় মোহামেডান। আর তাতেই ৫৩ রানে হারে তারা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শেলটেক সহজ জয়ে শুরু আবাহনীর বিকেএসপির এক নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে লীগে যাত্রা শুরু করে আবাহনী লিমিটেড। রিয়া আক্তার শিখা, রুপা রায়দের দারুণ বোলিংয়ে ৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ পুলিশ। পরে ফারজানা হকের ফিফটিতে ১৪৭ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
পুলিশের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন রচনা তৃপ্তি। ৭ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট নেন রিয়া। অপরাজিত ফিফটিতে ৭২ বলে ৫৫ রান করেন আবাহনী অধিনায়ক ফারজানা।
শেলটেক দলের উইকেট উদযাপন
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব নারী ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচেই হেরেছে। জাতীয় দলের একাধিক ক্রিকেটার নিয়ে গড়া শেলটেক ক্রিকেট একাডেমির কাছে ৫৩ রানে পরাজিত তারা। আগে ব্যাটিং করে শেলটেক ২৪৯ রান করে। জবাবে খেলতে নেমে ৪৮.১ ওভারে ১৯৬ রানে থেমে যায় মোহামেডান। আর তাতেই ৫৩ রানে হারে তারা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শেলটেক সহজ জয়ে শুরু আবাহনীর বিকেএসপির এক নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে লীগে যাত্রা শুরু করে আবাহনী লিমিটেড। রিয়া আক্তার শিখা, রুপা রায়দের দারুণ বোলিংয়ে ৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ পুলিশ। পরে ফারজানা হকের ফিফটিতে ১৪৭ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
পুলিশের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন রচনা তৃপ্তি। ৭ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট নেন রিয়া। অপরাজিত ফিফটিতে ৭২ বলে ৫৫ রান করেন আবাহনী অধিনায়ক ফারজানা।