বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছ থেকে একুশে পদক ২০২৫ গ্রহণের পর ফটোসেশনে জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা -পিআইডি
অববেশে নিজের কথাতেই অটল থাকলেন ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। সাবিনা খাতুনসহ বিদ্রোহী ১৮ জন ফুটবলারকে বাদ দিয়েই বৃহস্পতিবার জাতীয় নারী ফুটবলের ২৩ সদস্যের নতুন দল ঘোষণা করেছেন দলটির ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। শুরু থেকেই ক্যাম্পে থাকা ১৩ ফুটবলারের সঙ্গে সাবিনা-সানজিদাদের জায়গা পূরণে বিভিন্ন ক্লাবের আরও ১০ ফুটবলার প্রথমবার লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। এছাড়া সর্বশেষ কাঠমান্ডু সাফের সাত ফুটবলার রয়েছেন এই দলে। এদের মধ্যে ডিফেন্ডার আফঈদা খন্দকারের হাতে উঠতে যাচ্ছে অধিনায়কত্বের আর্মব্যান্ড। দল নিয়ে কোচ পিটার বাটলার বলেন, ‘এই দলটি তারুণ্যনির্ভর। এদের নিয়ে আমরা আরব আমিরাতে খেলতে যাচ্ছি। আশা করছি, ভালো কিছু হবে।’ ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ স্বাগতিকদের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল
গোলকিপার: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রায়। রক্ষণভাগ: সুরমা জান্নাত, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মরিয়ম বিনতে, কানোম আক্তার। মধ্যমাঠ: হালিমা আক্তার, স্বপ্না রানী, ঐশী খাতুন, মুনকি আক্তার, তনিমা বিশ্বাস, বন্যা খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আইরিন খাতুন। আক্রমণ : মোসাম্মৎ সুলতানা, সুরভী আকন্দ প্রীতি, নবীরণ খাতুন ও আকলিমা খাতুন।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছ থেকে একুশে পদক ২০২৫ গ্রহণের পর ফটোসেশনে জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা -পিআইডি
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
অববেশে নিজের কথাতেই অটল থাকলেন ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। সাবিনা খাতুনসহ বিদ্রোহী ১৮ জন ফুটবলারকে বাদ দিয়েই বৃহস্পতিবার জাতীয় নারী ফুটবলের ২৩ সদস্যের নতুন দল ঘোষণা করেছেন দলটির ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। শুরু থেকেই ক্যাম্পে থাকা ১৩ ফুটবলারের সঙ্গে সাবিনা-সানজিদাদের জায়গা পূরণে বিভিন্ন ক্লাবের আরও ১০ ফুটবলার প্রথমবার লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। এছাড়া সর্বশেষ কাঠমান্ডু সাফের সাত ফুটবলার রয়েছেন এই দলে। এদের মধ্যে ডিফেন্ডার আফঈদা খন্দকারের হাতে উঠতে যাচ্ছে অধিনায়কত্বের আর্মব্যান্ড। দল নিয়ে কোচ পিটার বাটলার বলেন, ‘এই দলটি তারুণ্যনির্ভর। এদের নিয়ে আমরা আরব আমিরাতে খেলতে যাচ্ছি। আশা করছি, ভালো কিছু হবে।’ ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ স্বাগতিকদের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল
গোলকিপার: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রায়। রক্ষণভাগ: সুরমা জান্নাত, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মরিয়ম বিনতে, কানোম আক্তার। মধ্যমাঠ: হালিমা আক্তার, স্বপ্না রানী, ঐশী খাতুন, মুনকি আক্তার, তনিমা বিশ্বাস, বন্যা খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আইরিন খাতুন। আক্রমণ : মোসাম্মৎ সুলতানা, সুরভী আকন্দ প্রীতি, নবীরণ খাতুন ও আকলিমা খাতুন।