ইসলামাবাদ ক্লাব মাঠে অনুশীলনে বাংলাদেশ দল
ভারতের বিপক্ষে খেলার পর এবার তারা আয়োজক দেশ পাকিস্তানে পৌঁছেছে। দুবাই থেকে গত শুক্রবার স্থানীয় সময় রাত সোয়া ১টায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছে। গতকাল দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ইসলামাবাদ ক্লাবে বাংলাদেশ দল অনুশীলন সেশনে অংশ নেয়। গত বৃহস্পতিবার হতাশায় টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে।
এই পরাজয় তাদের কঠিনতম অবস্থানে ফেলেছে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নাজমুল হোসেন শান্তর দলকে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারাতে হবে।
সেই লক্ষ্যে বাংলাদেশ আগামী সোমবার কিউইদের মুখোমুখি হবে। তার পর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৭ ফেব্রুয়ারি। দুটি ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।
ইসলামাবাদ ক্লাব মাঠে অনুশীলনে বাংলাদেশ দল
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ভারতের বিপক্ষে খেলার পর এবার তারা আয়োজক দেশ পাকিস্তানে পৌঁছেছে। দুবাই থেকে গত শুক্রবার স্থানীয় সময় রাত সোয়া ১টায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছে। গতকাল দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ইসলামাবাদ ক্লাবে বাংলাদেশ দল অনুশীলন সেশনে অংশ নেয়। গত বৃহস্পতিবার হতাশায় টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে।
এই পরাজয় তাদের কঠিনতম অবস্থানে ফেলেছে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নাজমুল হোসেন শান্তর দলকে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারাতে হবে।
সেই লক্ষ্যে বাংলাদেশ আগামী সোমবার কিউইদের মুখোমুখি হবে। তার পর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৭ ফেব্রুয়ারি। দুটি ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।