ওয়াসিম আকরাম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচ পরাজয়ে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত। যতটুকু সম্ভাবনা টিকে আছে, সেটা অন্যদের ফলাফলের ওপর। রোববার ভারতের কাছে আত্মসমর্পণের পর তাদের ধুয়ে দিয়েছেন পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরাম। শাহীন-নাসিমদের বোলিং আক্রমণকে ওমান-যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হওয়া শো ‘ড্রেসিং রুমে’ ওয়াসিম বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। ওদের তারকা বানিয়ে দেয়া হয়েছে। অথচ শেষ পাঁচ ওয়ানডেতে বোলাররা ৬০ গড়ে নিয়েছে ২৪ উইকেট। অর্থাৎ প্রতিটি উইকেটের জন্য ৬০ রান। আমাদের গড় ওমান, যুক্তরাষ্ট্রের চেয়েও খারাপ। বর্তমানে যে ১৪টি দল ওয়ানডে খেলছে, পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় সর্বনিম্ন।’
ভারতের কাছে ৬ উইকেটে হারের পর ওয়াসিম মনে করছেন, ‘দলে নাটকীয় পরিবর্তন দরকার। বহু দিন ধরে সাদা বলে আমরা পুরনো ধাঁচে ক্রিকেট খেলছি। এটার পরিবর্তন দরকার। দলে তরুণদের প্রয়োজন। যদি ৫-৬ টি প্রয়োজন আনারও দরকার পড়ে, তাহলে দরকার হলে সেটাই করা দরকার।’
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি স্কোয়াড নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন ৪৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়াসিম, ‘চেয়ারম্যান সাহেব দয়া করে অধিনায়ক, নির্বাচক প্যানেল এবং কোচকে ডাকুন। আর তাদের জিজ্ঞেস করুন কোন ধরনের দল বাছাই করেছেন তারা। আমি আক্ষরিক অর্থেই সপ্তাহখানেক ধরে বলে আসছি যে এই স্কোয়াড ভালো হয়নি। কিন্তু চেয়ারম্যান বললেন তারা সেরা স্কোয়াডটাই সাজিয়েছেন।’
ওয়াসিম আকরাম
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচ পরাজয়ে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত। যতটুকু সম্ভাবনা টিকে আছে, সেটা অন্যদের ফলাফলের ওপর। রোববার ভারতের কাছে আত্মসমর্পণের পর তাদের ধুয়ে দিয়েছেন পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরাম। শাহীন-নাসিমদের বোলিং আক্রমণকে ওমান-যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হওয়া শো ‘ড্রেসিং রুমে’ ওয়াসিম বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। ওদের তারকা বানিয়ে দেয়া হয়েছে। অথচ শেষ পাঁচ ওয়ানডেতে বোলাররা ৬০ গড়ে নিয়েছে ২৪ উইকেট। অর্থাৎ প্রতিটি উইকেটের জন্য ৬০ রান। আমাদের গড় ওমান, যুক্তরাষ্ট্রের চেয়েও খারাপ। বর্তমানে যে ১৪টি দল ওয়ানডে খেলছে, পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় সর্বনিম্ন।’
ভারতের কাছে ৬ উইকেটে হারের পর ওয়াসিম মনে করছেন, ‘দলে নাটকীয় পরিবর্তন দরকার। বহু দিন ধরে সাদা বলে আমরা পুরনো ধাঁচে ক্রিকেট খেলছি। এটার পরিবর্তন দরকার। দলে তরুণদের প্রয়োজন। যদি ৫-৬ টি প্রয়োজন আনারও দরকার পড়ে, তাহলে দরকার হলে সেটাই করা দরকার।’
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি স্কোয়াড নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন ৪৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়াসিম, ‘চেয়ারম্যান সাহেব দয়া করে অধিনায়ক, নির্বাচক প্যানেল এবং কোচকে ডাকুন। আর তাদের জিজ্ঞেস করুন কোন ধরনের দল বাছাই করেছেন তারা। আমি আক্ষরিক অর্থেই সপ্তাহখানেক ধরে বলে আসছি যে এই স্কোয়াড ভালো হয়নি। কিন্তু চেয়ারম্যান বললেন তারা সেরা স্কোয়াডটাই সাজিয়েছেন।’