সালাহর গোল উদযাপন
ইংলিশ প্রিমিয়ার লীগে অপ্রতিরোধ্য লিভারপুল। তাদের জয় আটকানো যাচ্ছে না। এ বার ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে ২-০ গোলে জিতেছে লিভারপুল। ফলে প্রিমিয়ার লীগে ১১ পয়েন্ট এগিয়ে গেল তারা।
চলতি মৌসুমে ছন্দে নেই সিটি। রোববার রাতে তা গোটা ম্যাচ জুড়ে চোখে পড়লো। নইলে ঘরের মাঠে এতটা চাপে কোনো দিন থাকে না তারা। ম্যাচ শুরুর ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। গোল করেন সেই মোহাম্মদ সালাহ্?। চলতি মৌসুমে ৩০টি গোল হয়ে গেল মিশরের এই স্ট্রাইকারের। প্রিমিয়ার লীগে ২৭টি ম্যাচে ২৫টি গোল করেছেন তিনি। করিয়েছেন ১৬টি। সালাহ্?র ফর্ম লিভারপুলের জয়ের বড় কারণ।
৩৭ মিনিটে ব্যবধান বাড়ান ডমিনিক জোবোজলাই। তার আগে অবশ্য সিটি একটি গোল দিয়েছিল। কিন্তু অফসাইডে তা বাতিল হয়। লিভারপুলেরও একটি গোল অফসাইডে বাতিল হয়। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি তাদের। ২-০ গোলে জিতে মাঠ ছাড়েন আর্নে স্লটের ছেলেরা। গোটা ম্যাচে তেমন সুযোগ তৈরিই করতে পারেনি সিটি। গোটা ম্যাচ জুড়ে দাপট দেখায় লিভারপুল।
এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৩। এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের থেকে ১১ পয়েন্ট এগিয়ে লিভারপুল। তিন নম্বরে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ২৬ ম্যাচে ৪৭। ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৬ ম্যাচে ৪৪। তের নম্বরে রয়েছে তারা। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নিউক্যাসল ইউনাইটেড। ২৬ ম্যাচে তাদেরও পয়েন্ট ৪৪।
সালাহর গোল উদযাপন
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লীগে অপ্রতিরোধ্য লিভারপুল। তাদের জয় আটকানো যাচ্ছে না। এ বার ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে ২-০ গোলে জিতেছে লিভারপুল। ফলে প্রিমিয়ার লীগে ১১ পয়েন্ট এগিয়ে গেল তারা।
চলতি মৌসুমে ছন্দে নেই সিটি। রোববার রাতে তা গোটা ম্যাচ জুড়ে চোখে পড়লো। নইলে ঘরের মাঠে এতটা চাপে কোনো দিন থাকে না তারা। ম্যাচ শুরুর ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। গোল করেন সেই মোহাম্মদ সালাহ্?। চলতি মৌসুমে ৩০টি গোল হয়ে গেল মিশরের এই স্ট্রাইকারের। প্রিমিয়ার লীগে ২৭টি ম্যাচে ২৫টি গোল করেছেন তিনি। করিয়েছেন ১৬টি। সালাহ্?র ফর্ম লিভারপুলের জয়ের বড় কারণ।
৩৭ মিনিটে ব্যবধান বাড়ান ডমিনিক জোবোজলাই। তার আগে অবশ্য সিটি একটি গোল দিয়েছিল। কিন্তু অফসাইডে তা বাতিল হয়। লিভারপুলেরও একটি গোল অফসাইডে বাতিল হয়। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি তাদের। ২-০ গোলে জিতে মাঠ ছাড়েন আর্নে স্লটের ছেলেরা। গোটা ম্যাচে তেমন সুযোগ তৈরিই করতে পারেনি সিটি। গোটা ম্যাচ জুড়ে দাপট দেখায় লিভারপুল।
এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৩। এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের থেকে ১১ পয়েন্ট এগিয়ে লিভারপুল। তিন নম্বরে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ২৬ ম্যাচে ৪৭। ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৬ ম্যাচে ৪৪। তের নম্বরে রয়েছে তারা। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নিউক্যাসল ইউনাইটেড। ২৬ ম্যাচে তাদেরও পয়েন্ট ৪৪।