সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় শোয়েব আখতার পাকিস্তানের ‘অদূরদর্শী ম্যানেজমেন্ট’ কেই দায়ী করেছেন দলের হতশ্রী পারফরম্যান্সের জন্য।
এক্সে আখতার বলেছেন, ‘আমি ভারতের বিপক্ষে হারের জন্য একটুও হতাশ নই, কারণ আমি জানতাম এমনটাই হবে। পাঁচজন বোলার নিয়ে খেলা যায় না, গোটা বিশ্ব এখন ছয়জন বোলার নিয়ে খেলছে। আপনারা দুইজন অলরাউন্ডার নিয়েছেন, কিন্তু এটি পুরোপুরি মগজহীন ও দিকহীন ম্যানেজমেন্ট। আমি সত্যিই হতাশ।’
‘আমরা খেলোয়াড়দের দোষ দিতে পারি না; দল যেমন, খেলোয়াড়েরাও তেমনই! তারা জানেই না কী করতে হবে। ইচ্ছাশক্তি একটা বিষয়, কিন্তু দক্ষতাই আসল। রোহিত, ভিরাট, শুবমানদের মতো স্কিলসেট নেই ওদের। খেলোয়াড়রা কিছু বোঝে না, ম্যানেজমেন্টও বোঝে না। কোনো দিকনির্দেশনা ছাড়াই দল খেলতে নেমেছে। কেউ জানেই না তাদের করণীয় কী,’ যোগ করেন সাবেক এই পেসার।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় শোয়েব আখতার পাকিস্তানের ‘অদূরদর্শী ম্যানেজমেন্ট’ কেই দায়ী করেছেন দলের হতশ্রী পারফরম্যান্সের জন্য।
এক্সে আখতার বলেছেন, ‘আমি ভারতের বিপক্ষে হারের জন্য একটুও হতাশ নই, কারণ আমি জানতাম এমনটাই হবে। পাঁচজন বোলার নিয়ে খেলা যায় না, গোটা বিশ্ব এখন ছয়জন বোলার নিয়ে খেলছে। আপনারা দুইজন অলরাউন্ডার নিয়েছেন, কিন্তু এটি পুরোপুরি মগজহীন ও দিকহীন ম্যানেজমেন্ট। আমি সত্যিই হতাশ।’
‘আমরা খেলোয়াড়দের দোষ দিতে পারি না; দল যেমন, খেলোয়াড়েরাও তেমনই! তারা জানেই না কী করতে হবে। ইচ্ছাশক্তি একটা বিষয়, কিন্তু দক্ষতাই আসল। রোহিত, ভিরাট, শুবমানদের মতো স্কিলসেট নেই ওদের। খেলোয়াড়রা কিছু বোঝে না, ম্যানেজমেন্টও বোঝে না। কোনো দিকনির্দেশনা ছাড়াই দল খেলতে নেমেছে। কেউ জানেই না তাদের করণীয় কী,’ যোগ করেন সাবেক এই পেসার।