প্রথম ম্যাচে ১৫৯, দ্বিতীয়টিতে ১৮১। এগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে ডট বলের পরিসংখ্যান। ভারতের বিপক্ষে ২৫ ওভারের বেশি বল থেকে রান করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা নষ্ট করেছে ৩০ ওভারের বেশি।
অতিরিক্ত ডট বল খেলার মাশুল দিতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। টানা অনেক ডেলিভারিতে রান না পেয়ে বেড়েছে চাপ। এরপর বড় শট খেলতে গিয়ে হারাতে হয়েছে উইকেট। ফলাফল, প্রথম দুই ম্যাচেই টুর্নামেন্ট থেকে বিদায়। শেষ ম্যাচে এখানে কোনো উন্নতির ছাপ দেখা যেতো কিনা, তা দেখার সুযোগ মেলেনি। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার পর এই ডট বল কমানো নিয়ে কাজ করার কথাই বলেন বাংলাদেশ অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের লক্ষ্যের কথা বেশ জোর দিয়েই বলেছিলেন শান্ত। এই স্বপ্নপূরণে ৩শ’র বেশি রান করতে হবে, দলের ব্যাটারদের সেই তাগিদও দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু দুই ম্যাচের একটিতেও ২৪০ ছাড়াতে পারেনি তারা। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণার পর টিভি সাক্ষাৎকারে সঞ্চালক রামিজ রাজা প্রশ্ন তুললেন এই ঘাটতির জায়গা নিয়ে। শান্ত বলেন, দেশে ফিরে এটা নিয়ে কাজ করতে চান তারা।
‘অবশ্যই (স্ট্রাইক রোটেশন চিন্তার কারণ) নেটে আমাদের ভালোভাবে অনুশীলন করতে হবে। কীভাবে প্রান্ত বদলাতে পারি, ম্যাচে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেসব নিয়ে চিন্তা করতে হবে। আমরা কীভাবে অনুশীলন করছি এবং ম্যাচে সেটা কতটা কাজে লাগাচ্ছি, তা গুরুত্বপূর্ণ। আশা করি, ছেলেরা বুঝতে পারবে, কী করা উচিত।’
দুই ম্যাচে ব্যাটিংয়ের তুলনায় বোলিং বিভাগের পারফরম্যান্স ছিল ভালো। প্রথম ম্যাচে ২২৮ রানের লক্ষ্য ছুঁতে ৪৭ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ভারতকে। পরেরটিতে ২৩৬ রানের পুঁজি নিয়ে নিউজিল্যান্ডকেও ৪৭ ওভার পর্যন্ত আটকে রেখেছিল বাংলাদেশ।
দুই ম্যাচ হারলেও লম্বা সময় লড়াই করা থেকে ইতিবাচকতা খুঁজে নিতে চান শান্ত। ‘আগের দুই ম্যাচ যদি দেখেন, আমরা হয়তো হেরে গেছি, তবে যেভাবে লম্বা সময় খেলা ধরে রেখেছিলাম, খুব প্রেরণাদায়ী আমাদের জন্য। যেসব ছোট ছোট ভুল করেছি, সামনের দিনে সেসব নিয়ে যথাযথ পরিকল্পনা করব এবং ঠিকঠাক বাস্তবায়ন করব। ভালো বিষয় হলো, দুই ম্যাচেই আমরা ভালো ঘুরে দাঁড়িয়েছি এবং লম্বা সময় খেলায় ছিলাম।’
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই ২ উইকেট নিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ভারত ম্যাচেও দারুণ বোলিং করেছিলেন তাসকিন। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের পেস আক্রমণ আলাদা করেই নিজেদের মেলে ধরেছে নানা জায়গায় নানা সংস্করণের। অধিনায়ক শান্ত বলেন, ‘পেসারদের উত্থানে খুবই খুশি। আমরা সবসময় বোলিংয়ে ধুঁকতাম। বিশেষ করে পেস বোলিংয়ে। তবে গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার ওঠে এসেছে। দেশে থাকা কয়েকজন পেসারও নিজেদের কাজটা দারুণভাবে করছে। অধিনায়ক হিসেবে আমি খুব খুশি। তাসকিন, রানা যেভাবে বোলিং করছে আমি সত্যিই আনন্দিত। এছাড়া অভিজ্ঞ মোস্তাফিজও আছে।’
‘সবমিলিয়ে খুব ভালো বোলিং আক্রমণ। সবসময়ই আমাদের স্পিন আক্রমণ ভালো। এখন লেগ স্পিনার রিশাদ হোসেনও আছে। বোলিং খুব ভালো। আমি আশা করি তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের কাজটা ঠিকঠাক করবে এবং দলকে সেরাটা দেবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ করে আপাতত দেড় মাস আন্তর্জাতিক ক্রিকেট নেই শান্তদের। মার্চের প্রথম সপ্তাহ থেকে ঢাকা লীগে খেলবেন তারা। এপ্রিলের মাঝামাঝি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম ম্যাচে ১৫৯, দ্বিতীয়টিতে ১৮১। এগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে ডট বলের পরিসংখ্যান। ভারতের বিপক্ষে ২৫ ওভারের বেশি বল থেকে রান করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা নষ্ট করেছে ৩০ ওভারের বেশি।
অতিরিক্ত ডট বল খেলার মাশুল দিতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। টানা অনেক ডেলিভারিতে রান না পেয়ে বেড়েছে চাপ। এরপর বড় শট খেলতে গিয়ে হারাতে হয়েছে উইকেট। ফলাফল, প্রথম দুই ম্যাচেই টুর্নামেন্ট থেকে বিদায়। শেষ ম্যাচে এখানে কোনো উন্নতির ছাপ দেখা যেতো কিনা, তা দেখার সুযোগ মেলেনি। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার পর এই ডট বল কমানো নিয়ে কাজ করার কথাই বলেন বাংলাদেশ অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের লক্ষ্যের কথা বেশ জোর দিয়েই বলেছিলেন শান্ত। এই স্বপ্নপূরণে ৩শ’র বেশি রান করতে হবে, দলের ব্যাটারদের সেই তাগিদও দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু দুই ম্যাচের একটিতেও ২৪০ ছাড়াতে পারেনি তারা। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণার পর টিভি সাক্ষাৎকারে সঞ্চালক রামিজ রাজা প্রশ্ন তুললেন এই ঘাটতির জায়গা নিয়ে। শান্ত বলেন, দেশে ফিরে এটা নিয়ে কাজ করতে চান তারা।
‘অবশ্যই (স্ট্রাইক রোটেশন চিন্তার কারণ) নেটে আমাদের ভালোভাবে অনুশীলন করতে হবে। কীভাবে প্রান্ত বদলাতে পারি, ম্যাচে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেসব নিয়ে চিন্তা করতে হবে। আমরা কীভাবে অনুশীলন করছি এবং ম্যাচে সেটা কতটা কাজে লাগাচ্ছি, তা গুরুত্বপূর্ণ। আশা করি, ছেলেরা বুঝতে পারবে, কী করা উচিত।’
দুই ম্যাচে ব্যাটিংয়ের তুলনায় বোলিং বিভাগের পারফরম্যান্স ছিল ভালো। প্রথম ম্যাচে ২২৮ রানের লক্ষ্য ছুঁতে ৪৭ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ভারতকে। পরেরটিতে ২৩৬ রানের পুঁজি নিয়ে নিউজিল্যান্ডকেও ৪৭ ওভার পর্যন্ত আটকে রেখেছিল বাংলাদেশ।
দুই ম্যাচ হারলেও লম্বা সময় লড়াই করা থেকে ইতিবাচকতা খুঁজে নিতে চান শান্ত। ‘আগের দুই ম্যাচ যদি দেখেন, আমরা হয়তো হেরে গেছি, তবে যেভাবে লম্বা সময় খেলা ধরে রেখেছিলাম, খুব প্রেরণাদায়ী আমাদের জন্য। যেসব ছোট ছোট ভুল করেছি, সামনের দিনে সেসব নিয়ে যথাযথ পরিকল্পনা করব এবং ঠিকঠাক বাস্তবায়ন করব। ভালো বিষয় হলো, দুই ম্যাচেই আমরা ভালো ঘুরে দাঁড়িয়েছি এবং লম্বা সময় খেলায় ছিলাম।’
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই ২ উইকেট নিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ভারত ম্যাচেও দারুণ বোলিং করেছিলেন তাসকিন। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের পেস আক্রমণ আলাদা করেই নিজেদের মেলে ধরেছে নানা জায়গায় নানা সংস্করণের। অধিনায়ক শান্ত বলেন, ‘পেসারদের উত্থানে খুবই খুশি। আমরা সবসময় বোলিংয়ে ধুঁকতাম। বিশেষ করে পেস বোলিংয়ে। তবে গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার ওঠে এসেছে। দেশে থাকা কয়েকজন পেসারও নিজেদের কাজটা দারুণভাবে করছে। অধিনায়ক হিসেবে আমি খুব খুশি। তাসকিন, রানা যেভাবে বোলিং করছে আমি সত্যিই আনন্দিত। এছাড়া অভিজ্ঞ মোস্তাফিজও আছে।’
‘সবমিলিয়ে খুব ভালো বোলিং আক্রমণ। সবসময়ই আমাদের স্পিন আক্রমণ ভালো। এখন লেগ স্পিনার রিশাদ হোসেনও আছে। বোলিং খুব ভালো। আমি আশা করি তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের কাজটা ঠিকঠাক করবে এবং দলকে সেরাটা দেবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ করে আপাতত দেড় মাস আন্তর্জাতিক ক্রিকেট নেই শান্তদের। মার্চের প্রথম সপ্তাহ থেকে ঢাকা লীগে খেলবেন তারা। এপ্রিলের মাঝামাঝি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।