চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনাল রীতিমতো উৎসব করেছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের আইন্দহফেনে পিএসভির মাঠে ৭–১ গোলে বিধ্বস্ত করেছে মিকেল আরতেতার দল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে কোনো দল প্রতিপক্ষের মাঠে ৭ গোল করার ঘটনা এটিই প্রথম।
১৮ বছর আগে ২০০৬–০৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসভির কাছে দুই লেগ মিলিয়ে ২–১ ব্যবধানে বিদায় নিয়েছিল আর্সেনাল। এবার সেই একই মাঠে পিএসভিকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে লন্ডন ক্লাবটি।
প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই ম্যাচে ধাক্কা খাওয়া আর্সেনালের জন্য এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও দলটি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্সেনাল। ১৮ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২১ মিনিটে ইথান নোয়ানেরি এবং ৩১ মিনিটে মিকেল মেরিনোর গোলে প্রথমার্ধেই ৩–০ ব্যবধান তৈরি করে আর্সেনাল। তবে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে পিএসভির হয়ে গোল করেন নোয়া লাং।
দ্বিতীয়ার্ধে আর্সেনালের গোল উৎসব চলতে থাকে। ৪৭ ও ৭৩ মিনিটে দুটি গোল করেন মার্টিন ওডেগার্ড। এ ছাড়া লিয়ান্দ্রো ট্রোসার্ড (৪৮) ও রিকার্ডো ক্যালাফিওরি (৮৫) একটি করে গোল করেন।
৭–১ ব্যবধানে জিতে আর্সেনাল শেষ আটে উত্তীর্ণ হওয়ার দিকে এক পা এগিয়ে রয়েছে। দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী ১২ মার্চ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আজকের অন্যান্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৩–১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগেকে। অন্যদিকে, ডর্টমুন্ড নিজেদের মাঠে লিওর বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনাল রীতিমতো উৎসব করেছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের আইন্দহফেনে পিএসভির মাঠে ৭–১ গোলে বিধ্বস্ত করেছে মিকেল আরতেতার দল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে কোনো দল প্রতিপক্ষের মাঠে ৭ গোল করার ঘটনা এটিই প্রথম।
১৮ বছর আগে ২০০৬–০৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসভির কাছে দুই লেগ মিলিয়ে ২–১ ব্যবধানে বিদায় নিয়েছিল আর্সেনাল। এবার সেই একই মাঠে পিএসভিকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে লন্ডন ক্লাবটি।
প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই ম্যাচে ধাক্কা খাওয়া আর্সেনালের জন্য এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও দলটি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্সেনাল। ১৮ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২১ মিনিটে ইথান নোয়ানেরি এবং ৩১ মিনিটে মিকেল মেরিনোর গোলে প্রথমার্ধেই ৩–০ ব্যবধান তৈরি করে আর্সেনাল। তবে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে পিএসভির হয়ে গোল করেন নোয়া লাং।
দ্বিতীয়ার্ধে আর্সেনালের গোল উৎসব চলতে থাকে। ৪৭ ও ৭৩ মিনিটে দুটি গোল করেন মার্টিন ওডেগার্ড। এ ছাড়া লিয়ান্দ্রো ট্রোসার্ড (৪৮) ও রিকার্ডো ক্যালাফিওরি (৮৫) একটি করে গোল করেন।
৭–১ ব্যবধানে জিতে আর্সেনাল শেষ আটে উত্তীর্ণ হওয়ার দিকে এক পা এগিয়ে রয়েছে। দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী ১২ মার্চ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আজকের অন্যান্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৩–১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগেকে। অন্যদিকে, ডর্টমুন্ড নিজেদের মাঠে লিওর বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে।