ওমরাহ পালন শেষে বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা
তিন বছর ধরে নানান সময়ে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। পাশাপাশি অনুশীলন বিরতিতে করেছে ওমরাহ। এবারও ব্যতিক্রম হয়নি। সোমবার অনুশীলনে বিরতিতে ওমরাহ পালন করেন দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ওমরাহ পালন নিয়ে বলেছেন, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালন করেছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক, দলের জন্যও ভালো। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ আছে।’
ওমরাহ পালনের ফলে দলের মনোযোগ আরও বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া, ‘আমি আগেও ফুটবল দলের সঙ্গে দু’বার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। সবাই এখানে আসার জন্য উদগ্রীব থাকে। এতে আমাদের মনোযোগ বেড়ে যাবে।’
সুদানের বিপক্ষে সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছেন। দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘সোমবার (সোমবার) আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই।
এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে নিজের কাছেও খারাপ লাগতো। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেয়া হয়েছে।’
এদিকে, সোমবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলামের। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দল সৌদি আরবে ক্যাম্প করছে। জামাল-তারিকরা দেশে ফিরবেন আগামী ১৭ মার্চ।
ওমরাহ পালন শেষে বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা
সোমবার, ১০ মার্চ ২০২৫
তিন বছর ধরে নানান সময়ে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। পাশাপাশি অনুশীলন বিরতিতে করেছে ওমরাহ। এবারও ব্যতিক্রম হয়নি। সোমবার অনুশীলনে বিরতিতে ওমরাহ পালন করেন দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ওমরাহ পালন নিয়ে বলেছেন, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালন করেছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক, দলের জন্যও ভালো। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ আছে।’
ওমরাহ পালনের ফলে দলের মনোযোগ আরও বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া, ‘আমি আগেও ফুটবল দলের সঙ্গে দু’বার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। সবাই এখানে আসার জন্য উদগ্রীব থাকে। এতে আমাদের মনোযোগ বেড়ে যাবে।’
সুদানের বিপক্ষে সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছেন। দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘সোমবার (সোমবার) আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই।
এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে নিজের কাছেও খারাপ লাগতো। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেয়া হয়েছে।’
এদিকে, সোমবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলামের। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দল সৌদি আরবে ক্যাম্প করছে। জামাল-তারিকরা দেশে ফিরবেন আগামী ১৭ মার্চ।